রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

পঞ্চগড়ে বেপরোয়া গতিতে থ্রি হুইলার, মোটর বাইক সংঘর্ষে ৫ জন আহত

পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদা সাকোয়া ফুলবারি তিষা পেট্রোল পাম্পের ২০০ গজ সামনে বেপরোয়া গতিতে দুই মটর বাইক ও থ্রি হুইলার সংঘর্ষে  ৫ জন গুরুতর আহত হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে পঞ্চগড়ের বোদা- দেবীগঞ্জ মহাসড়কে সাকোয়া ফুলবাড়ি তৃষা পেট্রোল পাম্পের ২০০ গজ দূরে বেপরোয়াগ গতিতে দুই মটর বাইক মুখোমুখি ও থ্রি হুইলার সাথে ধাক্কা লাগলে ৫ জন গুরুতর  আহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত ৫ জনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করে, উন্নত চিকিৎসার জন্য তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকাল পাঁচটার দিকে সাকোয়া ইউনিয়নের ফুলবাড়ি এলাকার তিশা পেট্রোল পাম্পের সামনে বেপরোয়া গতির কারণে ত্রি মুখী সংঘর্ষ হয়। এতে (দুটি মোটর বাইক মুখোমুখি পরে থ্রি হুইলারের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।

এদের মধ্যে আহত’রা হলেন,খোচাবাড়ি বাড়ি এলাকার অমল কৃষ্ণের ছেলে  সঞ্জীব (২৮), সাকোয়া কইগিল্লা এলাকার এলোয়ার রহমানের ছেলে সাজ্জাদ (৩০), সাকোয়া বাজার সংলগ্ন আলমের পুত্র রাকিব (১২) দেবীগঞ্জ লাকনের বাজার এলাকার দ্বিজেন্দ্রনাথ এর পুত্র  সৌরভ (১২) ও একই এলাকার দমাসুর পুত্র ধর্ম বর্মন (৬৫)।

বোদা থানার এস আই আনছার আলী জানান, ওই এলাকায় দায়িত্বরত ছিলাম,তাৎক্ষণিক খবর পেয়ে ভ্যানে করে আহতদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সোহেল জানান, আহত ৫ জনের অবস্থা আশংকা জনক হওয়ায় জরুরী চিকিৎসা প্রদান শেষে তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল, এর মধ্যে সবচেয়ে বেশি আশঙ্কাজনক অবস্থায় আছেন সাজ্জাদ হোসেন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular