আপডেট সময় :
০৫:২০:২৫ অপরাহ্ণ, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
৭৫৩
বার পড়া হয়েছে
দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে যেকোনো আইসিসি ইভেন্ট। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।
নিজেদের ঘরের মাঠে ২৯ বছর পর আইসিসির টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় বেশ আত্মবিশ্বাসী পাকিস্তান।
অন্যদিকে দলের হয়ে আগুন ঝরানো বোলার লকি ফার্গুসনকে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ধাক্কা সামলানো নিউজিল্যান্ড কাইল জেমিসনকে নিয়ে মুখোমুখি হচ্ছে স্বাগতিকদের।
পাকিস্তানের জন্য সুখবর হচ্ছে, চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার হারিস রউফ।
পাকিস্তান একাদশ: ফখর জামান, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আঘা, তৈয়ব তাহির, খুশদীল শাহ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।