চুক্তি শেষ জ্যোতিদের প্রধান কোচের, নতুন সিদ্ধান্তের অপেক্ষা

0
4
বাংলাদেশ নারী দল অনন্য এক মাত্রায় পৌঁছে গিয়েছে তার অধীনে। নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন কিংবা নাহিদা আক্তারদের নামগুলো বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে একেবারেই আপন করে তোলার অন্যতম কারিগর এই হাসান তিলকারত্নে। বিগত আড়াই বছর ধরে নারীদলের ড্রেসিংরুমে একরকম হেডমাস্টারই হয়েছিলেন তিনি।

যদিও বরাবরের মতোই আলোচনা থেকে কিছুটা দূরেই থাকছেন শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার। বাংলাদেশ নারী দলের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও তা নিয়ে নেই বড় কোনো আলোচনা। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ নারী দলের সফরের পরপরই শেষ হয়েছে হাসান তিলকারত্নে অধ্যায়।

এর আগে ২০২২ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের পর বাংলাদেশ নারী দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি। পরের আড়াই বছরে এনে দিয়েছেন উল্লেখযোগ্য সাফল্য। চুক্তি শেষ হলেও ক্যারিবিয়ান সফর শেষে পুরো দলের সঙ্গেই ঢাকায় ফিরেছেন হাসান তিলকারত্নে। ৮ ফেব্রুয়ারি উড়াল দেবেন শ্রীলঙ্কার উদ্দেশে।

কিন্তু প্রশ্ন এখন একটাই। এই লঙ্কান কোচের সঙ্গে কি নতুন চুক্তিতে যাবে বাংলাদেশ? সেই প্রশ্নের উত্তর খুঁজতে এক গণমাধ্যম যোগাযোগ করেছিলো বাংলাদেশ ক্রিকেটের নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমনের সঙ্গে। জবাবে সাবেক টাইগার অধিনায়ক জানান, এখন পর্যন্ত চুক্তি নবায়ন নিয়ে কোনো আলোচনা হয়নি। আগামী সপ্তাহে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী হাসান তিলকারত্নে নিজের ক্যারিয়ারে ৮৩ টেস্ট খেলেছেন। ৪২.৮৭ গড়ে ৪৫৪৫ রান করেছেন তিনি। ১১টি সেঞ্চুরি ও ২০টি ফিফটি তার নামের পাশে। দেশের হয়ে ২০০ ওয়ানডে খেলে ২৯.৬০ গড়ে ৩৭৮৯ রান করেছেন হাসান। তিনি ২টি সেঞ্চুরি ও ১৩টি ফিফটির মালিক।