শিরোনাম :
Logo মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন Logo সিরাজদিখানে মরহুম হাজী জয়নাল আবেদীন মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo ঢাকায় হামলার প্রতিবাদে খুবিতে প্রকৌশল অধিকার দাবিতে মানববন্ধন Logo চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছেন প্রবাসফেরত ইসমাইল হোসেন Logo চিত্রা-নড়াইল জেলা ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের নেতৃত্বে আরমান ও বোরহান Logo চাঁদপুর সদরের জনবান্ধব ইউএনও সাখাওয়াত জামিল সৈকতকে লক্ষ্মীপুরের এডিসি পদে বদলী Logo বেরোবিতে ভর্তি পরীক্ষার আসন বরাদ্দে অনিময়ের অভিযোগ ; প্রশাসন বলছে শিক্ষার্থীদের বুঝার ভুল Logo প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নির সাহিত্য পত্রিকা ‘আখ্যান’ Logo পলাশবাড়ী পৌর এলাকায় জমি জবর দখলের অভিযোগ Logo প্রবাসফেরত ইসমাইলের পাশে দাঁড়ালেন এনসিপি নেতা ডা. আরিফুল ইসলাম

দিনব্যাপী আয়োজিত হলো হাবিপ্রবি ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব। 

  • আপডেট সময় : ০৮:৪১:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৬৪ বার পড়া হয়েছে
আবজাল হোসেন তোফায়েল
হাবিপ্রবি প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার উদ্যোগে দিনব্যাপী প্রকাশনা উৎসব ২০২৫ আয়োজিত হয়েছে। প্রথমবারের মতো প্রকাশনা উৎসবে দুই শতাধিক প্রকাশনা স্থান পেয়েছে।
আজ মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বটতলায় এ উৎসব শুরু হয়।
প্রকাশনা উৎসব উদ্বোধন করেন দিনাজপুর শহর শাখা সভাপতি মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি শেখ রিয়াদ, সেক্রেটারি আজিবুর রহমান, সেক্রেটারিয়েট সদস্য ও ক্যাম্পাসের বিভিন্ন জোন দায়িত্বশীলরা।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রকাশনা উৎসবে দুই শতাধিক প্রকাশনা স্থান পেয়েছে। শিবিরের সমর্থক, কর্মী, সাথি, সদস্য ও উচ্চতর ক্যাটাগরির জন্য এতে পৃথক কর্নার রয়েছে। যার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের কার্যক্রম সম্পর্কে জানতে পারবে। এ ছাড়া উৎসবে শিবিরের সমর্থক হওয়া ও বই পড়ার জন্য পৃথক কর্না রয়েছে।
উৎসবে আসা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, তাদের প্রকাশনা উৎসবে জুলাই বিপ্লবে আমাদের ক্যাম্পাসের আন্দোলনের ছবি এবং সামগ্রিক বিষয়ের ওপরে প্রদর্শনীর অংশটি। পাশাপাশি এখানে ইসলামী মূল্যবোধের ওপরে বিভিন্ন বইও রয়েছে।’
প্রদর্শনীতে আসা এক নবীন শিক্ষার্থী বলেন, ‘আমাদের বিভিন্ন স্টিকার ও পরিচিতি উপহার দেওয়া হয়েছে, যা আমাদের আনন্দিত করেছে। আসলে এত দিন আমাদের শিবির সম্পর্কে ভুল বুঝানো হয়েছে। কিন্তু এখন দেখছি তারা খুব ভালো কাজ করছেন। ধীরে ধীরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক ঘরে উঠছে। “
শাখা ছাত্রশিবিরের সভাপতি শেখ রিয়াদ বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরার জন্য আমাদের এ আয়োজন।’
তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির একটি আদর্শিক প্রতিষ্ঠান। বিগত বছরগুলোয় শিক্ষার্থীদের আমাদের কাছে আসতে দেওয়া হয়নি বা আমরাও সেভাবে পৌঁছাতে পারিনি৷ আল্লাহর অশেষ রহমতে আমরা এখন সে সুযোগ পেয়েছি। শিক্ষার্থীরা আমাদের স্টলে আসছেন এবং এ আয়োজনের ভূয়সী প্রশংসা করছেন।’ বিশ্ববিদ্যালয়ে  আদর্শ ও নৈতিক শিক্ষার প্রদানে সহযোগিতা করতে বাংলাদেশ  ইসলামি ছাত্রশিবির।
উল্লেখ্য, এই আয়োজন মঙ্গলবার সকাল ৮ থেকে শুরু হয়ে  রাত ৮ টা পর্যন্ত চলবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন

দিনব্যাপী আয়োজিত হলো হাবিপ্রবি ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব। 

আপডেট সময় : ০৮:৪১:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
আবজাল হোসেন তোফায়েল
হাবিপ্রবি প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার উদ্যোগে দিনব্যাপী প্রকাশনা উৎসব ২০২৫ আয়োজিত হয়েছে। প্রথমবারের মতো প্রকাশনা উৎসবে দুই শতাধিক প্রকাশনা স্থান পেয়েছে।
আজ মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বটতলায় এ উৎসব শুরু হয়।
প্রকাশনা উৎসব উদ্বোধন করেন দিনাজপুর শহর শাখা সভাপতি মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি শেখ রিয়াদ, সেক্রেটারি আজিবুর রহমান, সেক্রেটারিয়েট সদস্য ও ক্যাম্পাসের বিভিন্ন জোন দায়িত্বশীলরা।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রকাশনা উৎসবে দুই শতাধিক প্রকাশনা স্থান পেয়েছে। শিবিরের সমর্থক, কর্মী, সাথি, সদস্য ও উচ্চতর ক্যাটাগরির জন্য এতে পৃথক কর্নার রয়েছে। যার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের কার্যক্রম সম্পর্কে জানতে পারবে। এ ছাড়া উৎসবে শিবিরের সমর্থক হওয়া ও বই পড়ার জন্য পৃথক কর্না রয়েছে।
উৎসবে আসা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, তাদের প্রকাশনা উৎসবে জুলাই বিপ্লবে আমাদের ক্যাম্পাসের আন্দোলনের ছবি এবং সামগ্রিক বিষয়ের ওপরে প্রদর্শনীর অংশটি। পাশাপাশি এখানে ইসলামী মূল্যবোধের ওপরে বিভিন্ন বইও রয়েছে।’
প্রদর্শনীতে আসা এক নবীন শিক্ষার্থী বলেন, ‘আমাদের বিভিন্ন স্টিকার ও পরিচিতি উপহার দেওয়া হয়েছে, যা আমাদের আনন্দিত করেছে। আসলে এত দিন আমাদের শিবির সম্পর্কে ভুল বুঝানো হয়েছে। কিন্তু এখন দেখছি তারা খুব ভালো কাজ করছেন। ধীরে ধীরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক ঘরে উঠছে। “
শাখা ছাত্রশিবিরের সভাপতি শেখ রিয়াদ বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরার জন্য আমাদের এ আয়োজন।’
তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির একটি আদর্শিক প্রতিষ্ঠান। বিগত বছরগুলোয় শিক্ষার্থীদের আমাদের কাছে আসতে দেওয়া হয়নি বা আমরাও সেভাবে পৌঁছাতে পারিনি৷ আল্লাহর অশেষ রহমতে আমরা এখন সে সুযোগ পেয়েছি। শিক্ষার্থীরা আমাদের স্টলে আসছেন এবং এ আয়োজনের ভূয়সী প্রশংসা করছেন।’ বিশ্ববিদ্যালয়ে  আদর্শ ও নৈতিক শিক্ষার প্রদানে সহযোগিতা করতে বাংলাদেশ  ইসলামি ছাত্রশিবির।
উল্লেখ্য, এই আয়োজন মঙ্গলবার সকাল ৮ থেকে শুরু হয়ে  রাত ৮ টা পর্যন্ত চলবে।