বুধবার | ৩ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা Logo কয়রায় আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস পালিত Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল Logo জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে— আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের

দিনব্যাপী আয়োজিত হলো হাবিপ্রবি ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব। 

  • আপডেট সময় : ০৮:৪১:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮০২ বার পড়া হয়েছে
আবজাল হোসেন তোফায়েল
হাবিপ্রবি প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার উদ্যোগে দিনব্যাপী প্রকাশনা উৎসব ২০২৫ আয়োজিত হয়েছে। প্রথমবারের মতো প্রকাশনা উৎসবে দুই শতাধিক প্রকাশনা স্থান পেয়েছে।
আজ মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বটতলায় এ উৎসব শুরু হয়।
প্রকাশনা উৎসব উদ্বোধন করেন দিনাজপুর শহর শাখা সভাপতি মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি শেখ রিয়াদ, সেক্রেটারি আজিবুর রহমান, সেক্রেটারিয়েট সদস্য ও ক্যাম্পাসের বিভিন্ন জোন দায়িত্বশীলরা।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রকাশনা উৎসবে দুই শতাধিক প্রকাশনা স্থান পেয়েছে। শিবিরের সমর্থক, কর্মী, সাথি, সদস্য ও উচ্চতর ক্যাটাগরির জন্য এতে পৃথক কর্নার রয়েছে। যার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের কার্যক্রম সম্পর্কে জানতে পারবে। এ ছাড়া উৎসবে শিবিরের সমর্থক হওয়া ও বই পড়ার জন্য পৃথক কর্না রয়েছে।
উৎসবে আসা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, তাদের প্রকাশনা উৎসবে জুলাই বিপ্লবে আমাদের ক্যাম্পাসের আন্দোলনের ছবি এবং সামগ্রিক বিষয়ের ওপরে প্রদর্শনীর অংশটি। পাশাপাশি এখানে ইসলামী মূল্যবোধের ওপরে বিভিন্ন বইও রয়েছে।’
প্রদর্শনীতে আসা এক নবীন শিক্ষার্থী বলেন, ‘আমাদের বিভিন্ন স্টিকার ও পরিচিতি উপহার দেওয়া হয়েছে, যা আমাদের আনন্দিত করেছে। আসলে এত দিন আমাদের শিবির সম্পর্কে ভুল বুঝানো হয়েছে। কিন্তু এখন দেখছি তারা খুব ভালো কাজ করছেন। ধীরে ধীরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক ঘরে উঠছে। “
শাখা ছাত্রশিবিরের সভাপতি শেখ রিয়াদ বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরার জন্য আমাদের এ আয়োজন।’
তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির একটি আদর্শিক প্রতিষ্ঠান। বিগত বছরগুলোয় শিক্ষার্থীদের আমাদের কাছে আসতে দেওয়া হয়নি বা আমরাও সেভাবে পৌঁছাতে পারিনি৷ আল্লাহর অশেষ রহমতে আমরা এখন সে সুযোগ পেয়েছি। শিক্ষার্থীরা আমাদের স্টলে আসছেন এবং এ আয়োজনের ভূয়সী প্রশংসা করছেন।’ বিশ্ববিদ্যালয়ে  আদর্শ ও নৈতিক শিক্ষার প্রদানে সহযোগিতা করতে বাংলাদেশ  ইসলামি ছাত্রশিবির।
উল্লেখ্য, এই আয়োজন মঙ্গলবার সকাল ৮ থেকে শুরু হয়ে  রাত ৮ টা পর্যন্ত চলবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা

দিনব্যাপী আয়োজিত হলো হাবিপ্রবি ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব। 

আপডেট সময় : ০৮:৪১:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
আবজাল হোসেন তোফায়েল
হাবিপ্রবি প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার উদ্যোগে দিনব্যাপী প্রকাশনা উৎসব ২০২৫ আয়োজিত হয়েছে। প্রথমবারের মতো প্রকাশনা উৎসবে দুই শতাধিক প্রকাশনা স্থান পেয়েছে।
আজ মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বটতলায় এ উৎসব শুরু হয়।
প্রকাশনা উৎসব উদ্বোধন করেন দিনাজপুর শহর শাখা সভাপতি মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি শেখ রিয়াদ, সেক্রেটারি আজিবুর রহমান, সেক্রেটারিয়েট সদস্য ও ক্যাম্পাসের বিভিন্ন জোন দায়িত্বশীলরা।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রকাশনা উৎসবে দুই শতাধিক প্রকাশনা স্থান পেয়েছে। শিবিরের সমর্থক, কর্মী, সাথি, সদস্য ও উচ্চতর ক্যাটাগরির জন্য এতে পৃথক কর্নার রয়েছে। যার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের কার্যক্রম সম্পর্কে জানতে পারবে। এ ছাড়া উৎসবে শিবিরের সমর্থক হওয়া ও বই পড়ার জন্য পৃথক কর্না রয়েছে।
উৎসবে আসা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, তাদের প্রকাশনা উৎসবে জুলাই বিপ্লবে আমাদের ক্যাম্পাসের আন্দোলনের ছবি এবং সামগ্রিক বিষয়ের ওপরে প্রদর্শনীর অংশটি। পাশাপাশি এখানে ইসলামী মূল্যবোধের ওপরে বিভিন্ন বইও রয়েছে।’
প্রদর্শনীতে আসা এক নবীন শিক্ষার্থী বলেন, ‘আমাদের বিভিন্ন স্টিকার ও পরিচিতি উপহার দেওয়া হয়েছে, যা আমাদের আনন্দিত করেছে। আসলে এত দিন আমাদের শিবির সম্পর্কে ভুল বুঝানো হয়েছে। কিন্তু এখন দেখছি তারা খুব ভালো কাজ করছেন। ধীরে ধীরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক ঘরে উঠছে। “
শাখা ছাত্রশিবিরের সভাপতি শেখ রিয়াদ বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরার জন্য আমাদের এ আয়োজন।’
তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির একটি আদর্শিক প্রতিষ্ঠান। বিগত বছরগুলোয় শিক্ষার্থীদের আমাদের কাছে আসতে দেওয়া হয়নি বা আমরাও সেভাবে পৌঁছাতে পারিনি৷ আল্লাহর অশেষ রহমতে আমরা এখন সে সুযোগ পেয়েছি। শিক্ষার্থীরা আমাদের স্টলে আসছেন এবং এ আয়োজনের ভূয়সী প্রশংসা করছেন।’ বিশ্ববিদ্যালয়ে  আদর্শ ও নৈতিক শিক্ষার প্রদানে সহযোগিতা করতে বাংলাদেশ  ইসলামি ছাত্রশিবির।
উল্লেখ্য, এই আয়োজন মঙ্গলবার সকাল ৮ থেকে শুরু হয়ে  রাত ৮ টা পর্যন্ত চলবে।