ছিটকে গেল রংপুর,কোয়ালিফায়ারের টিকিট পেল খুলনা

0
5

আব্দুল্লাহ আল মামুন (ডেস্ক ইনচার্জ)

গ্রুপ পর্বের প্রথম ৮ ম্যাচের ৮টি তেই জয়। এমন অপ্রতিরোধ্য ভাবেই আসর শুরু করা রংপুর রাইডার্স এলিমিনেটর ম্যাচে পাত্তাই পেল না খুলনা টাইগার্সের সামনে। ৯ উইকেটে হারিয়ে রংপুরকে আসর থেকে বিদায় করলো খুলনা।

আজ সোমবার দিনের প্রথম ম্যাচে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১৬.৫ ওভারে মাত্র ৮৫ রানেই অল-আউট হয় রংপুর। জবাবে ব্যাট করতে নেমে ১০.২ ওভারেই ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় খুলনা।

৮৬ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নামা খুলনাকে কোনো চাপেই ফেলতে পারেনি রংপুর বোলাররা। প্রথম ওভারে আকিব জাভেদের বলে দলীয় ২ রানে কোনো রান না করে খুলনার অধিনায়ক মেহেদি হাসান মিরাজের বিদায় প্রতিদ্বদ্বিতার আবাস দিচ্ছিল। কিন্তু রংপুরের বোলারদের সাফল্য ঐ একটাই। দলকে বিপর্যয়ে পড়তে দেননি আসর জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ নাঈম শেখ। নাঈম খেলেছেন ৩৩ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস। আর তাতেই কোয়ালিফায়ার দুইয়ের টিকিট পায় খুলনা।

এর আগে ব্যাটিংয়ে নেমে তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে রংপুরের ব্যাটিং শিবির। অধিনায়ক সোহান ও আকিফ জাভেদ ছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। প্রথম ওভারের দ্বিতীয় বলে কোনো বল মোকাবেলা না করেই রান আউটে কাটা পড়েন ওপেনার সৌম্য সরকার। আরেক ওপেনার ইংলিশ ব্যাটার জেমস ভিন্সও ফেরেন তার পরের ওভারে নাসুম আহমেদের প্রথম শিকার হয়ে। চতুর্থ ওভারে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তুলে নেন সাইফ হাসানের উইকেট। তার ব্যাট থেকে আসে ১০ বলে ৪ রান। মাহেদি হাসান ফেরেন নাসুমের দ্বিতীয় শিকার হয়ে। মোহাম্মাদ সাইফুদ্দিনও দাঁড়াতে পারেননি উইকেটে। ফিরেছেন ৮ বলে ৮ রান করে।

প্রথম পাওয়ারপ্লেতে ১৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি রংপুর। এবারের আসরে রংপুরের হয়ে প্রথম ম্যাচে আলো ছড়াতে পারেনি আন্দ্রে রাসেলও। ৯ বলে ৪ রানে করেন ওয়েস্ট ইন্ডিজের এই হার্ডহিটার ব্যাটার। তবে অধিনায়ক সোহান এক প্রান্ত থেকে বিপর্যয় সামালের চেষ্টা করেছেন। তার ব্যাট থেকে আসে ২৩ রান। শেষে আকিফ জাভেদের ১৮ বলে ৩২ রানের ইনিংসে ভর করে ৮৫ রান করেছিল রংপুর।

এই জয়ে দ্বিতীয় কোয়ালিফারের টিকিট পেয়েছে খুলনা। খুলনার ভাগ্যটা অবশ্য যথেষ্ট ভালো এবারের আসরে। দুর্বার রাজশাহীর সঙ্গে সমান পয়েন্ট নিয়ে প্লে-অফে ওঠা দলটা হারিয়ে দিলো টুর্নামেন্টে ট্রফির অন্যতম দাবিদার রংপুরকে। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যকার প্রথম কোয়ালিফায়ারে হারা দলের।