ঝিনাইদহের কোটচাঁদপুরে ২২ মাথাওয়ালা খেজুর গাছ নিয়ে বর্তমানে শোরগোল পড়ে গেছে। আর এই গাছটি দেখতে প্রতিদিন নানাস্থান থেকে ছুটে যাচ্ছেন উৎসুক জনতা। তবে গাছটি নিয়ে এলাকা জুড়ে প্রচলিত হয়েছে নানা ধারণা। অনেকে মনে করছেন গাছটি অলৌকিকভাবে সৃষ্টি হয়েছে। যার কারণে বিভিন্ন মনের বাসনা পূরণের জন্য মানত করে যাচ্ছেন। কেউবা রোগমুক্তি কামনার জন্য ছুটে আসছেন। গাছটি কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের বহরামপুর গ্রামের কাজী সোলায়মান হোসেনের জমিতে অবস্থিত।
জানা যায়, প্রায় ৩০ বছর আগে কোটচাঁদপুর উপজেলার বহরামপুরের কৃষক কাজী সোলায়মানের জমিতে প্রাকৃতিকভাবে জন্ম নেয় এই খেজুর গাছটি। একটু বড় হলে রস আহরণের জন্য গাছটি কাটেন সোলাইমান। শুরুর দিকে এ গাছ থেকে রস আহরণ করলেও একাধিক মাথা গজানোয় পরে ওই গাছ থেকে রস সংগ্রহ অসম্ভব হয়ে পড়ে। আগে ৩০/৩৫ টি মাথা থাকলেও এখন দৃশ্যমান রয়েছে ২টি। আর সতেজ রয়েছে ১৪টি মাথা। দূর থেকে দেখলে মনে হবে রংতুলিতে আঁকা কোনো এক শিল্পীর নিপুন হাতের কারুকাজ।
অবাক করার বিষয় হলো, মূল কাণ্ড থেকে ২২টি মাথা নিয়ে আশপাশের অন্যান্য গাছের মতোই আকাশ পানে মাথা উঁচু করে সোজা দাঁড়িয়ে আছে খেজুর গাছটি। বিষয়টি অদ্ভুত এবং অলৌকিক মনে করছেন অনেকেই। গাছটি দেখতে বিভিন্ন স্থান থেকে আসছেন কৌতুহলী মানুষ।
বহরামপুর গ্রামের মাঠের কৃষক আমজাদ হোসেনের জানান, ৩০ বছর আগে কাজী সোলায়মান হোসেনের এই জমিতে প্রাকৃতিকভাবে জন্ম নেয় একটি খেজুর গাছ। গাছটি রস দেওয়ার মতো উপযুক্ত হলে কোনো এক শীত মৌসুম সামনে রেখে রস সংগ্রহের জন্য গাছ কাটেন ওই কৃষক। এভাবে প্রায় দশ বছর রস সংগ্রহ করেন। এরপরের বছর ওই খেজুর গাছে শুরু হয় মাথা গজানো। তারপর আর গাছ থেকে রস সংগ্রহ করা সম্ভব হয়নি। এভাবে মাথা গজাতে গজাতে একে একে ৩৫ টার অধিক মাথা গজায়। ৪/৫ বছর আগে ১৩টা মাথা শুকিয়ে মারা যায়। এখন ২২টা মাথা থাকলেও সতেজ আছে ১৪ টা মাথা।