সমুদ্র দূষণ রোধে আন্তর্জাতিক নানা সংস্থা নানাভাবে কাজ করছে। তবে এক জাপানি নারীর এ সংক্রান্ত পদক্ষেপ চোখে পড়ার মতো। আরিমোটো নামের ওই জাপানি নারীর বাড়ি রাজধানী টোকিওর দক্ষিণে সমুদ্র সৈকতের কাছে। তিনি সাবধানে বালু থেকে ছোট ছোট প্লাস্টিকের টুকরো খুঁজে বের করেন। এগুলো তার স্যালনের কৃত্রিম নখের সাজ তৈরিতে ব্যবহার করেন। এই ধারণাটি তার মাথায় আসে সমুদ্রতীর পরিষ্কার অভিযানে অংশ নেওয়ার সময়।
৪২ বছর বয়সী আরিমোটো বলেন, ‘সমুদ্রে এত প্লাস্টিক বর্জ্য দেখে আমি পরিবেশগত সমস্যাগুলোর ব্যাপারে সচেতন হই।’
আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়নের (আইইউসিএন) মতে, প্রতি বছর আনুমানিক ২০ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য পরিবেশে ফেলা হয়। আগামী ২৫ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বুসানে শুরু হতে যাওয়া জাতিসংঘ সম্মেলন একটি ঐতিহাসিক চুক্তি তৈরির লক্ষ্য নিয়ে কাজ করবে, যা বৈশ্বিক প্লাস্টিক উৎপাদনের সীমা নির্ধারণ করবে।
বিশ্বের অন্যতম বৃহৎ প্লাস্টিক উৎপাদনকারী যুক্তরাষ্ট্র আগস্ট মাসে ইঙ্গিত দেয় যে, তারা বৈশ্বিক চুক্তি সমর্থন করবে। পরিবেশ সংরক্ষণ সংস্থা গ্রিনপিস একে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ের ‘একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বলে আখ্যা দিয়েছে।
৫৭ বছর বয়সী গ্রাহক কিয়োকো কুরোকাওয়া বলেন, ‘আমি জানতাম পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়ে টয়লেট পেপার বা অন্যান্য দৈনন্দিন পণ্য তৈরি হয়, কিন্তু নখেও যে এমন কিছু হতে পারে, তা জানা ছিল না। এটা আমাকে চমক দিয়েছে।’
আরিমোটো স্বীকার করেন যে, তাঁর নেইল আর্ট প্লাস্টিক দূষণের মহাসাগরে একটি ছোট প্রয়াস মাত্র। তবে তিনি মনে করেন, সচেতনতা বৃদ্ধি করতে এটি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘আমি আশা করি, মানুষ এই নেইল আর্টের মাধ্যমে পরিবেশগত সমস্যাগুলো সম্পর্কে আরও সচেতন হবে এবং একই সঙ্গে ফ্যাশন উপভোগ করবে।’