শনিবার | ১ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo রেড ক্রিসেন্টের দ্বিবার্ষিক সম্মেলনে সহ-সভাপতি পদে প্রার্থী সাতক্ষীরা জেলা জজ কোর্টের বিজ্ঞ এপিপি এ্যাড. কামরুজ্জামান ভুট্টো Logo বুটেক্সের চারটি আবাসিক হল পেল নতুন প্রভোস্ট! Logo  সিরাজগঞ্জে জাল স্বাক্ষরে রেজিস্ট্রি, দেশে না থেকেও জমি বিক্রি Logo ১৫ মাস আমার যথেষ্ট সফলতা আছে, আর যেগুলো আমি করতে পারি নাই সেগুলো আমার ব্যর্থতা -পঞ্চগড়ে ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন Logo রংপুরে কমিউনিটি ক্লিনিকের কিশোর স্বাস্থ্যসেবা মানোন্নয়নে প্রতিবেদন উপস্থাপন Logo সিরাজগঞ্জে গণপিটুনিতে মারা গেলেন এক চোর Logo সত্য প্রকাশে সাহসী, মিথ্যা তথ্যের মুখোশ উন্মোচন করতে হবে – প্রধান উপদেষ্টার প্রেস সচিব। Logo নির্বাচনে অর্থের খেলা কীভাবে কমানো যায়? Logo ভোটের রাজনীতি, জোটের রাজনীতি Logo আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩০০০

দর্শনায় কেরুজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের শেষ সভা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৩৩:৫৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ৭৬৬ বার পড়া হয়েছে

দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চাকরি জীবনের অবসরে যাচ্ছেন। গতকাল বুধবার সকাল ১০টায় কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে তার শেষ সভা অনুষ্ঠিত হয়। কেরুজ শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মদ সবুজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মাসুদুর রহমান দীর্ঘ ৯ বার সাধারণ সম্পাদক এবং ৩ বার মেম্বার পদে নির্বাচিত হয়ে শ্রমিক নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি দুই দফায় কেন্দ্রীয় শ্রমিক ও কর্মচারী ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। গতকাল অবসরে যাওয়ার প্রাক্কালে তিনি কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

সভায় মাসুদুর রহমান উপস্থিত শ্রমিক নেতাদের উদ্দেশে বলেন, ‘আমি চলে যাচ্ছি, আপনারা যারা আছেন, শ্রমিকদের সুবিধা-অসুবিধা দেখবেন এবং শ্রমিকদের স্বার্থে কাজ করবেন। মিল কর্তৃপক্ষের সঙ্গে ভালো আচরণ করে তাদের ন্যায্য পাওনা আদায় করবেন। কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে শ্রমিকদের অধিকার আদায়ের চেষ্টা করবেন। মিল চালু থাকলে আপনাদের চাকরি থাকবে, আর তা না হলে পরিবারের জন্য কঠিন সময় আসতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমার দীর্ঘ পথচলায় যদি কোনো ভুল করে থাকি বা কারো মনে আঘাত দিয়ে থাকি, আমাকে ক্ষমা করবেন। সবসময় মিলের উন্নতি ও শ্রমিকদের মঙ্গল কামনা করি।’

সভায় আরও উপস্থিত ছিলেন কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মফিজুর রহমান, রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, সাংগাঠনিক সম্পাদক ইকবাল হুসাইন, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস, কোষাধ্যক্ষ আবু সাইদসহ বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রেড ক্রিসেন্টের দ্বিবার্ষিক সম্মেলনে সহ-সভাপতি পদে প্রার্থী সাতক্ষীরা জেলা জজ কোর্টের বিজ্ঞ এপিপি এ্যাড. কামরুজ্জামান ভুট্টো

দর্শনায় কেরুজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের শেষ সভা

আপডেট সময় : ১২:৩৩:৫৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চাকরি জীবনের অবসরে যাচ্ছেন। গতকাল বুধবার সকাল ১০টায় কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে তার শেষ সভা অনুষ্ঠিত হয়। কেরুজ শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মদ সবুজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মাসুদুর রহমান দীর্ঘ ৯ বার সাধারণ সম্পাদক এবং ৩ বার মেম্বার পদে নির্বাচিত হয়ে শ্রমিক নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি দুই দফায় কেন্দ্রীয় শ্রমিক ও কর্মচারী ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। গতকাল অবসরে যাওয়ার প্রাক্কালে তিনি কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

সভায় মাসুদুর রহমান উপস্থিত শ্রমিক নেতাদের উদ্দেশে বলেন, ‘আমি চলে যাচ্ছি, আপনারা যারা আছেন, শ্রমিকদের সুবিধা-অসুবিধা দেখবেন এবং শ্রমিকদের স্বার্থে কাজ করবেন। মিল কর্তৃপক্ষের সঙ্গে ভালো আচরণ করে তাদের ন্যায্য পাওনা আদায় করবেন। কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে শ্রমিকদের অধিকার আদায়ের চেষ্টা করবেন। মিল চালু থাকলে আপনাদের চাকরি থাকবে, আর তা না হলে পরিবারের জন্য কঠিন সময় আসতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমার দীর্ঘ পথচলায় যদি কোনো ভুল করে থাকি বা কারো মনে আঘাত দিয়ে থাকি, আমাকে ক্ষমা করবেন। সবসময় মিলের উন্নতি ও শ্রমিকদের মঙ্গল কামনা করি।’

সভায় আরও উপস্থিত ছিলেন কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মফিজুর রহমান, রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, সাংগাঠনিক সম্পাদক ইকবাল হুসাইন, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস, কোষাধ্যক্ষ আবু সাইদসহ বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ।