নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালীর গ্রামের আলোচিত সেই রাজন মিয়াসহ ১০ জনকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার তাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে দেওয়ালে পোস্টার সাঁটানো হয়।
মাধবখালী বিওপি থেকে এই পোস্টার দেওয়ালে সাঁটানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে এ বিষয়ে মাধবখালী বিওপির কোনো সদস্য গণমাধ্যমে বক্তব্য দিতে রাজি হননি।
এ বিষয়ে জানতে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালকের মোবাইল ফোনে কল এবং হোটসঅ্যাপে ম্যাসেজ দিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি। মাধবখালী বিওপি থেকে দেওয়ালে সাঁটানো পোস্টার লেখা রয়েছে, এদেরকে ধরিয়ে দিতে পারলে ২০০০/ ৩০০০/ ৫০০০/ ১০০০০ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
পোস্টারে ১ নম্বরে রয়েছে আলোচিত আব্বাস আলীর ছেল রাজন মিয়ার নাম। এর পরে রয়েছে তৈয়ব আলীর ছেলে শামীম হোসেন, আব্দুল বারীর ছেলে বাশার আলী, আব্দুর রহমানের ছেলে সাগর আলী, সামসুউদ্দিনের ছেলে মিজানুর, ছাত্তার আলীর ছেলে শাহজাহান মিয়া, মংলা মিয়ার ছেলে রফজেল, হায়দার আলীর ছেলে লিটন, মিনাজুল রহমানের ছেলে সুইটি আলী এবং সবুজ মিয়া।