চুয়াডাঙ্গা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গার সদ্য সাবেক পুলিশ সুপার আর.এম ফয়জুর রহমানের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন তিনি। এর আগে নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার ২৯তম পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন এসপি খন্দকার গোলাম মওলা। এসময় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তাঁকে অভ্যার্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান সদ্য সাবেক ও বিদায়ী পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এসপি খন্দকার গোলাম মওলা টাঙ্গাইল জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা বিপিএম-সেবা অর্জন করেন। তিনি এর আগে পুলিশ হেডকোয়ার্টার্স, এসপিবিএন, এপিবিএন, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিআইডি, র্যাব এবং সর্বশেষ স্পেশাল ব্র্যাঞ্চে দায়িত্ব পালন করেছেন।
এদিকে, সদ্য বিদায়ী পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান নবাগত পুলিশ সুপার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা হিসেবে নতুন পদে পদায়িত হয়েছেন। নবাগগত পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণকালে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।