শিরোনাম :
Logo প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ Logo ঢাকায় হামলার প্রতিবাদে চাঁবিপ্রবিতে প্রকৌশল অধিকার আন্দোলনে বিক্ষোভ Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠনে ১১ সদস্যের কমিটি Logo দিনাজপুরের বীরগঞ্জ শহীদ মিনার চত্বরে ২৭ই আগস্ট বুধবার দুপুর ১২ টায় পশ্চিম ভোগডোমায় খেলার মাঠ রক্ষায় মানববন্ধন করেন স্থানীয় জনগণ Logo উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ Logo ঢাকায় প্রকৌশল অধিকার আন্দোলনে যোগ দিতে বাসের ব্যবস্থা করল যবিপ্রবি প্রশাসন Logo আওয়ামী ফ্যাসিস্ট দোষরদের শান্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা Logo সাতক্ষীরায় নিখোঁজের ৪ দিন পর রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo সাজিদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা Logo চাঁদপুর সদর উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা

ভারতের কাছে ৫০ রানে হারল বাংলাদেশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫১:০১ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ জুন ২০২৪
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিজিস্ব প্রতিবেদকঃ

১৯৭ রানের বিপরীতে যেমন ব্যাটিং দরকার ছিল, তার ছিটেফোঁটাও দেখা গেল না বাংলাদেশের ব্যাটিং ইনিংসে। শুরুর ১০ ওভারে টাইগারদের ব্যাটিং লাইনআপ তুলতে পেরেছে মোটে ৬৭ রান। টপ অর্ডারের সকলেই ছিলেন সাবধানী ধাচে। সেটাতেই যেন আটকাল টাইগারদের ব্যাটিং ইউনিট। পরের ১০ ওভারে চোখ রাঙায় ১৩ এর বেশি আস্কিং রানরেট।

বাংলাদেশের ব্যাটাররা রানতাড়া করতে নেমে কোনো পর্যায়েই ভারতের বোলিং লাইনআপের ওপর সে অর্থে চাপ ফেলতে পারেননি। পাওয়ারপ্লেতে ভারতের ৫৩ রানের বিপরীতে বাংলাদেশ করেছে মোটে ৪২। পরের চার ওভারে নাজমুল শান্ত এবং তানজিদ তামিম ব্যাট করেছেন ৬.২৫ রানরেটে। এরইমাঝে অবশ্য উইকেটের পতনটাও দেখতে হয়েছে। কুলদীপ যাদব ফিরিয়েছেন জুনিয়র তামিম আর তাওহিদ হৃদয়কে।

প্রথম বলে ছক্কা। শেষ বলে গিয়ে চার। জাদেজার করা ১৩তম ওভার ছিল এমন। পরের ওভারে কুলদীপ করতে এলেন তার শেষটি। দ্বিতীয় বলে দারুণ টাইমিংয়ে সোজা বরাবর ছক্কা মারার পর আবার তুলে মারতে গিয়ে নিয়ন্ত্রণ হারান সাকিব। কাভারে রোহিত নেন সহজ ক্যাচ। সাকিবের হতাশা ছিল স্পষ্ট। কুলদীপ বোলিং শেষ করেছেন ১৯ রানে ৩ উইকেট নিয়ে। ১৪তম ওভারের শেষ বলে গিয়ে ১০০ ছোঁয় বাংলাদেশ।

বেশ কিছুক্ষণ ধরেই বাংলাদেশের ব্যাটিং হয়ে দাঁড়ায় পরাজয়ের ব্যবধান কমানোর। ৩টি ছক্কা মেরেছেন, সঙ্গে ১টি চার। ৪০ রানের ইনিংসে নাজমুলের স্ট্রাইক রেট ১২৫। সেটি শেষ হয়েছে বুমরাকে তুলে মারতে গিয়ে। বাংলাদেশ হারায় পঞ্চম উইকেট।

পরের ওভারের প্রথম বলে অর্শদীপকে তুলে মেরেছিলেন জাকের আলী। স্লোয়ার বল বোঝেননি, শটে নিয়ন্ত্রণও ছিল না। ষষ্ঠ উইকেটও হারায় বাংলাদেশ। ১০ বলে ২৪ করে আউট হন রিশাদ হোসেন। শেষ ওভারে আরশদীপ সিংয়ের বলে আউট হন মাহমুদুল্লাহ। ১৫ বল খেলে তিনি করেন ১৩ রান। ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। প্লেয়ার অব দ্য ম্যাচ হার্দিক পান্ডিয়া।

এর আগে চার-ছয়ের পসরা সাজিয়ে বাংলাদেশের বিপক্ষে ১৯৭ রানের বিশাল এক টার্গেট দাঁড় করায় ভারত। কখনো রোহিত শর্মা আর বিরাট কোহলি, কখনো রিশাভ পান্ত, কখনোবা শিভাম দুবে। টাইগারদের ওপর চড়াও হতে ছাড়েননি কোনো ব্যাটারই। ২০ ওভারে তারা আদায় করেছেন ১৩ ছক্কা এবং ১২ চার। তাতেই নির্ধারিত ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৯৬ রান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ভারতের কাছে ৫০ রানে হারল বাংলাদেশ

আপডেট সময় : ০৭:৫১:০১ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ জুন ২০২৪

নিজিস্ব প্রতিবেদকঃ

১৯৭ রানের বিপরীতে যেমন ব্যাটিং দরকার ছিল, তার ছিটেফোঁটাও দেখা গেল না বাংলাদেশের ব্যাটিং ইনিংসে। শুরুর ১০ ওভারে টাইগারদের ব্যাটিং লাইনআপ তুলতে পেরেছে মোটে ৬৭ রান। টপ অর্ডারের সকলেই ছিলেন সাবধানী ধাচে। সেটাতেই যেন আটকাল টাইগারদের ব্যাটিং ইউনিট। পরের ১০ ওভারে চোখ রাঙায় ১৩ এর বেশি আস্কিং রানরেট।

বাংলাদেশের ব্যাটাররা রানতাড়া করতে নেমে কোনো পর্যায়েই ভারতের বোলিং লাইনআপের ওপর সে অর্থে চাপ ফেলতে পারেননি। পাওয়ারপ্লেতে ভারতের ৫৩ রানের বিপরীতে বাংলাদেশ করেছে মোটে ৪২। পরের চার ওভারে নাজমুল শান্ত এবং তানজিদ তামিম ব্যাট করেছেন ৬.২৫ রানরেটে। এরইমাঝে অবশ্য উইকেটের পতনটাও দেখতে হয়েছে। কুলদীপ যাদব ফিরিয়েছেন জুনিয়র তামিম আর তাওহিদ হৃদয়কে।

প্রথম বলে ছক্কা। শেষ বলে গিয়ে চার। জাদেজার করা ১৩তম ওভার ছিল এমন। পরের ওভারে কুলদীপ করতে এলেন তার শেষটি। দ্বিতীয় বলে দারুণ টাইমিংয়ে সোজা বরাবর ছক্কা মারার পর আবার তুলে মারতে গিয়ে নিয়ন্ত্রণ হারান সাকিব। কাভারে রোহিত নেন সহজ ক্যাচ। সাকিবের হতাশা ছিল স্পষ্ট। কুলদীপ বোলিং শেষ করেছেন ১৯ রানে ৩ উইকেট নিয়ে। ১৪তম ওভারের শেষ বলে গিয়ে ১০০ ছোঁয় বাংলাদেশ।

বেশ কিছুক্ষণ ধরেই বাংলাদেশের ব্যাটিং হয়ে দাঁড়ায় পরাজয়ের ব্যবধান কমানোর। ৩টি ছক্কা মেরেছেন, সঙ্গে ১টি চার। ৪০ রানের ইনিংসে নাজমুলের স্ট্রাইক রেট ১২৫। সেটি শেষ হয়েছে বুমরাকে তুলে মারতে গিয়ে। বাংলাদেশ হারায় পঞ্চম উইকেট।

পরের ওভারের প্রথম বলে অর্শদীপকে তুলে মেরেছিলেন জাকের আলী। স্লোয়ার বল বোঝেননি, শটে নিয়ন্ত্রণও ছিল না। ষষ্ঠ উইকেটও হারায় বাংলাদেশ। ১০ বলে ২৪ করে আউট হন রিশাদ হোসেন। শেষ ওভারে আরশদীপ সিংয়ের বলে আউট হন মাহমুদুল্লাহ। ১৫ বল খেলে তিনি করেন ১৩ রান। ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। প্লেয়ার অব দ্য ম্যাচ হার্দিক পান্ডিয়া।

এর আগে চার-ছয়ের পসরা সাজিয়ে বাংলাদেশের বিপক্ষে ১৯৭ রানের বিশাল এক টার্গেট দাঁড় করায় ভারত। কখনো রোহিত শর্মা আর বিরাট কোহলি, কখনো রিশাভ পান্ত, কখনোবা শিভাম দুবে। টাইগারদের ওপর চড়াও হতে ছাড়েননি কোনো ব্যাটারই। ২০ ওভারে তারা আদায় করেছেন ১৩ ছক্কা এবং ১২ চার। তাতেই নির্ধারিত ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৯৬ রান।