শিরোনাম :
Logo খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে শেরপুর জেলা ছাত্রদলের কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত Logo ওয়েব পোর্টাল উদ্বোধনের মধ্য দিয়ে ইবির আইসিটি বিভাগে নবীনবরণ Logo পলাশবাড়ীতে ভিডাব্লিউ ডি প্রকল্পে অনিয়মসহ স্বাক্ষর জালিয়াতির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে। Logo যবিপ্রবি ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা: নিষিদ্ধ সংগঠনের দুই কর্মীকে পুলিশে সোপর্দ Logo তেকানী ইউনিয়নের সচিব হালিমের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ Logo কচুয়ার শিক্ষা ও পরিবেশ উন্নয়নে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের অনন্য উদ্যোগ Logo কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট অক্টোবর থেকে: বেবিচক চেয়ারম্যান” Logo মাদকসহ সাতক্ষীরা শহরের চিহ্নিত চোরাকারবারি আটক Logo দুর্নীতি ও অপচয়ের কারণে সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারছি না: জ্বালানি উপদেষ্টা

নির্বাচন প্রশ্নে অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র, দাবি ফখরুলের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৪৮:৩৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
  • ৭৬৫ বার পড়া হয়েছে

বুধবার ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সামনে আসেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই আছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল বুধবার সন্ধ্যায় গণফোরাম ও ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠকের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ডোনাল্ড লুর অবস্থান সম্পর্কে আপনারা (গণমাধ্যম) কী ভেবেছিলেন? আমরা দেখেছি তারা (যুক্তরাষ্ট্র) একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছে। এটা এখনো অব্যাহত রেখেছে তারা। বাংলাদেশে আপনারা (গণমাধ্যম) যা বলেননি, তাদের হিউম্যান রাইটস রিপোর্টে এর চেয়ে অনেক বেশি লিখেছে। এটাতে প্রমাণিত হয়, তারা এতটুকুও খুশি না বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে।’

যুক্তরাষ্ট্র যেকোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখতে চায় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সামরিক শাসকদের সঙ্গেও তারা কূটনৈতিক সম্পর্ক রাখতে চায়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতেও তারা তাদের দেশের প্রয়োজনে সেটা মনে করছে। কিন্তু তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে সেটা করছে না। আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠা করে দেশের সব প্রতিষ্ঠান ধবংস করেছে। শাসকগোষ্ঠী জনগণকে সারাক্ষণ প্রতারণা করছে, মিথ্যা তথ্য দিচ্ছে। তথ্য আনতে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশ নিষিদ্ধ করেছে। সবখানে একই অবস্থা। এরা মিথ্যার ওপরে পুরোপুরিভাবে টিকে আছে। মিথ্যার ওপরে কখনো টিকে থাকা যায় না।’

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের বিষয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আন্দোলনের কর্মকৌশল নিয়ে আলোচনা হচ্ছে বলেও জানান বিএনপি মহাসচিব।

এর আগে, বিকেল সাড়ে ৫টায় গণফোরাম ও ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে বিএনপির বৈঠক হয়। বৈঠকে গণফোরামের সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, ফজলুল হক সরকার এবং ন্যাশনাল পিপলস পার্টির বাবুল সরদার চাখারি, পারভীন নাসের খান ভাসানী প্রমুখ অংশ নেন।

পরে সাড়ে ৭টায় গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে বৈঠক হয়। এতে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, জনসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি প্রমুখ উপস্থিত ছিলেন। দুই বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে শেরপুর জেলা ছাত্রদলের কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নির্বাচন প্রশ্নে অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র, দাবি ফখরুলের

আপডেট সময় : ১১:৪৮:৩৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

বুধবার ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সামনে আসেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই আছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল বুধবার সন্ধ্যায় গণফোরাম ও ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠকের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ডোনাল্ড লুর অবস্থান সম্পর্কে আপনারা (গণমাধ্যম) কী ভেবেছিলেন? আমরা দেখেছি তারা (যুক্তরাষ্ট্র) একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছে। এটা এখনো অব্যাহত রেখেছে তারা। বাংলাদেশে আপনারা (গণমাধ্যম) যা বলেননি, তাদের হিউম্যান রাইটস রিপোর্টে এর চেয়ে অনেক বেশি লিখেছে। এটাতে প্রমাণিত হয়, তারা এতটুকুও খুশি না বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে।’

যুক্তরাষ্ট্র যেকোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখতে চায় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সামরিক শাসকদের সঙ্গেও তারা কূটনৈতিক সম্পর্ক রাখতে চায়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতেও তারা তাদের দেশের প্রয়োজনে সেটা মনে করছে। কিন্তু তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে সেটা করছে না। আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠা করে দেশের সব প্রতিষ্ঠান ধবংস করেছে। শাসকগোষ্ঠী জনগণকে সারাক্ষণ প্রতারণা করছে, মিথ্যা তথ্য দিচ্ছে। তথ্য আনতে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশ নিষিদ্ধ করেছে। সবখানে একই অবস্থা। এরা মিথ্যার ওপরে পুরোপুরিভাবে টিকে আছে। মিথ্যার ওপরে কখনো টিকে থাকা যায় না।’

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের বিষয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আন্দোলনের কর্মকৌশল নিয়ে আলোচনা হচ্ছে বলেও জানান বিএনপি মহাসচিব।

এর আগে, বিকেল সাড়ে ৫টায় গণফোরাম ও ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে বিএনপির বৈঠক হয়। বৈঠকে গণফোরামের সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, ফজলুল হক সরকার এবং ন্যাশনাল পিপলস পার্টির বাবুল সরদার চাখারি, পারভীন নাসের খান ভাসানী প্রমুখ অংশ নেন।

পরে সাড়ে ৭টায় গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে বৈঠক হয়। এতে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, জনসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি প্রমুখ উপস্থিত ছিলেন। দুই বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু অংশ নেন।