নিউজ ডেস্ক:
আবারও ইতালিয়ান সিরি ‘এ’ লিগের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন জুভেন্টাসের পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতালিয়ান ফুটবলারর্স অ্যাসোসিয়েশনের ভোটে এ নিয়ে টানা দুবার সিরি ‘এ’র সেরা ফুটবলার নির্বাচিত হলেন রোনালদো।
গত মৌসুমে জুভেন্টাসের টানা নবম লিগ শিরোপা জয়ে বড় অবদান ছিল ৩৬ বছর বয়সী তারকার। মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ গোল করেছিলেন তিনি। মৌসুম সেরা ফুটবলারের পাশাপাশি মৌসুম সেরা গোলের পুরস্কারও জিতেছেন সিআর সেভেন। ২০১৯ সালের ডিসেম্বরে সাম্পাদোরিয়ার বিপক্ষে অনেকটা লাফিয়ে রোনালদোর দুর্দান্ত হেড গোলটিকে মৌসুম সেরা নির্বাচিত করা হয়েছে।
ইনস্টাগ্রামে টানা দ্বিতীয়বার সেরা নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় রোনালদো বলেছেন, ‘ইতালিতে আসার পর থেকে টানা দ্বিতীয়বার পুরস্কারটি জিতে এর চেয়ে বেশি খুশি আর হতে পারতাম না।’
হিসেব মতে পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল গত বছর। করোনাভাইরাসের কারণে সেটা সম্ভব হয়নি। করোনার কারণে গত মৌসুমে কতোকিছুই পরিবর্তন হয়েছে!
স্কাই স্পোর্ট ইতালিকে দেওয়া সাক্ষাৎকারে সেসবও স্মরণ করলেন রোনালদো। বলেছেন, ‘বছরটা ছিল অদ্ভুত, এমন একটা বছর যা কেউই চাইত না। কিন্তু ব্যক্তিগত ও দলীয় দিক দিয়ে এটা ছিল ইতিবাচক, কারণ আমরা চ্যাম্পিয়নশিপ জিতেছিলাম। শুরুর দিকে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলাটা ছিল কঠিন, তবে আমাদের লক্ষ্য ছিল চ্যাম্পিয়নশিপ জয় এবং আমরা তা করতে পেরেছি। আমরা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছিলাম; কিন্তু ফুটবল এমনই।’
বয়স ৩৬ পেরুলেও রোনালদো এখনও তরুণদের মতো ক্ষুধার্ত। এই বয়সেও শীর্ষ পর্যায়ে এভাবে দাপুটে খেলা চাট্টিখানি কথা নয়। রোনালদো বলেছেন, ‘আমি মনে করি নিজের প্রতি বিশ্বাস, হাল না ছেড়ে এগিয়ে যাওয়া ও ফুটবলের প্রতি আবেগ-এগুলো হলো ফুটবল উপভোগ করে যাওয়ার মূলমন্ত্র। লড়াই চালিয়ে যেতে আমি এখনও অনুপ্রেরণা পাই। অন্যথায় ৩৫, ৩৬, ৩৭ বা ৪০ বছর বয়সে এই পর্যায়ে খেলা সম্ভব নয়।’