চুয়াডাঙ্গায় ছাত্রদলের পৃথক আয়োজনে তারেক জিয়ার জন্মদিন পালন

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৪৩:০১ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২০
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা, জীবননগর ও কার্পাসডাঙ্গায় ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের ৫৬তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার পৃথক আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলমডাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের ৫৬তম জন্মদিন পালন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে গতকাল শনিবার আসরের নামাজের পর আলমডাঙ্গা হাইরোডস্থ খান কমিউনিটি সেন্টারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মিলাদ মাহফিলের পূর্বে আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা।

বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি আশিকুল হক শিপুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক সাজিদ হাসান মালিক সজিব, যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান ও আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম লিমন।

আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল-ইমরান রাসেলের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান মাবুদ, যুগ্ম আহ্বায়ক বকুল হোসেন, আলমডাঙ্গা পৌর ছাত্রদল নেতা আতিক হাসানাত রিংকু, হাবিবুর রহমান রাজু, মাহমুদুল হক তন্ময়, উপজেলা ছাত্রদলের সদস্য রাজীব হাসান, এসএম ওয়াশিকুল হক আশিকসহ প্রমুখ নেতৃবৃন্দ।

আলোচনায় জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলেন গণতন্ত্রের সৌন্দর্য, আর দেশনায়ক তারেক রহমান হলেন গণতন্ত্রের অতন্দ্র সেনাপতি। বাকশালী শাসনের যাতাকলে প্রতিনিয়ত পিষ্ঠ হওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রিয় নেতা তারেক রহমানের সাথে তথা শহীদ জিয়া পরিবারের সাথে অবিচল সংগ্রাম করে যাবে। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় ছাত্রদলের পৃথক আয়োজনে তারেক জিয়ার জন্মদিন পালন

আপডেট সময় : ০৬:৪৩:০১ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২০

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা, জীবননগর ও কার্পাসডাঙ্গায় ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের ৫৬তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার পৃথক আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলমডাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের ৫৬তম জন্মদিন পালন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে গতকাল শনিবার আসরের নামাজের পর আলমডাঙ্গা হাইরোডস্থ খান কমিউনিটি সেন্টারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মিলাদ মাহফিলের পূর্বে আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা।

বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি আশিকুল হক শিপুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক সাজিদ হাসান মালিক সজিব, যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান ও আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম লিমন।

আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল-ইমরান রাসেলের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান মাবুদ, যুগ্ম আহ্বায়ক বকুল হোসেন, আলমডাঙ্গা পৌর ছাত্রদল নেতা আতিক হাসানাত রিংকু, হাবিবুর রহমান রাজু, মাহমুদুল হক তন্ময়, উপজেলা ছাত্রদলের সদস্য রাজীব হাসান, এসএম ওয়াশিকুল হক আশিকসহ প্রমুখ নেতৃবৃন্দ।

আলোচনায় জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলেন গণতন্ত্রের সৌন্দর্য, আর দেশনায়ক তারেক রহমান হলেন গণতন্ত্রের অতন্দ্র সেনাপতি। বাকশালী শাসনের যাতাকলে প্রতিনিয়ত পিষ্ঠ হওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রিয় নেতা তারেক রহমানের সাথে তথা শহীদ জিয়া পরিবারের সাথে অবিচল সংগ্রাম করে যাবে। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।