খেলাধুলা ডেস্ক:টস হেরে ব্যাটিংয়ে যাওয়া জিম্বাবুয়েকে এ ম্যাচেও প্রথম আঘাত হেনেছেন পেসার হারিস রউফ। দুই ওপেনার ব্রেন্ডন টেলর ও চামু চিবাবাকে ফিরিয়ে দেন ৩০ রানের মধ্যে। ৮ রান পর অভিজ্ঞ ব্যাটসম্যান শন উইলিয়ামসকে বোল্ড করেন ফাহিম আশরাফ। তারপরই দৃশ্যপটে আবির্ভাব উসমানের। সিকান্দার রাজা, আগের ম্যাচে ৭০ রান করা ওয়েসলি মাধেভেরে ও এল্টন চিগুম্বুরাকে পর পর আউট করেন প্রয়াত কাদিরের তৃতীয় ছেলে। তার নিয়ন্ত্রিত ফ্লাইট, লেগ ব্রেক ও গুগলির কোনও জবাব ছিল না জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের কাছে। ১৪ ওভারে ৬ উইকেটে ৯০ রানে পরিণত দলটি বাকি ৬ ওভারে আর এক উইকেট হারিয়ে যোগ করেছে ৪৪ রান। সর্বোচ্চ ৩২ করে অপরাজিত থাকেন রায়ান বার্ল। ২৪ রান করেছেন মাধেবেরে। চিগুম্বুরা ১৮।
ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ধবলধোলাই করতে পারেনি পাকিস্তান। টি-টোয়েন্টিতে সেই সুযোগ এখনও আছে। আগামীকাল রাওয়ালপিন্ডিতেই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।