শিরোনাম :
Logo দূর্গা পূজা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা Logo জাকসু প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন  বাগছাসের জিএস প্রার্থীর Logo শ্রমিক দলের প্রধান উপদেষ্টার সুস্থতা ও ঝালকাঠি প্রেসক্লাব সভাপতির রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত Logo লস্কর সিনেমার গানে জীবন ওয়াসিফ ও শেরপুরের কলি সাহা Logo সিরাজগঞ্জে এতিমদের জমি দখলে প্রভাবশালীদের টানাটানি Logo চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo সাংবাদিক কবির হোসেন মিজি সম্পাদিত ছোট কাগজ জানালা’র মোড়ক উন্মোচন Logo একসময়ের জনপ্রিয় বাউল শিল্পী সফিউল্লাহ এখন রিক্সা–সাইকেল মেকানিক Logo শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে: বদরুদ্দীন উমরের জবানবন্দি Logo ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব

আইপিএলের ত্রয়োদশ আসরে ধোনির জন্যই হেরেছে চেন্নাই: গম্ভীর

  • আপডেট সময় : ০৫:১০:৫০ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আইপিএলের ত্রয়োদশ আসরে গতকাল রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২০০ রান করেও হেরেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আর হারের পেছেনে ধোনির দায় দেখছেন কলকাতা নাইট রাইডার্সকে দুইবার শিরোপা জয়ে নেতৃত্ব দেয়া অধিনায়ক ও ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

‘ক্রিকইনফো’র সঙ্গে আলাপে ধোনিকে নিয়ে গম্ভীর বলেন, সত্যি করে বলতে আমি বেশ অবাক হয়েছি। এমএস ধোনি সাত নম্বরে ব্যাটিংয়ে নামলো? তার আগে পাঠাল রুতুরাজ গাইকওয়াদ, স্যাম কুরানকে। এর কোনো মানে দেখি না আমি। বরং তার উচিত ছিল সামনে থেকে নেতৃত্ব দেয়া। একে সামনে থেকে নেতৃত্ব দেয়া বলে না। ২১৭ তাড়া করতে নেমে সাত নম্বরে ব্যাটিং? ম্যাচটা তখনই শেষ। ফাফ (ডু প্লেসিস) শুধু একাই লড়েছে।

লক্ষ্য ছিল ২১৭ রানের। এত বড় লক্ষ্য তাড়া করতে যেমনভাবে দায়িত্ব নেয়া দরকার, ধোনি সেভাবে নিতে পারেননি। বরং সাত নম্বরে নেমে সমালোচিত হচ্ছেন বেশ। শেষ ওভারে তিনটি ছক্কা হাঁকিয়ে ১৭ বলে ২৯ করলেন বটে, কিন্তু ততক্ষণে ম্যাচের নিষ্পত্তি হয়ে গেছে। চেন্নাই হেরেছে ১৬ রানে।

ম্যাচ হারের পর শেষ ওভারে ধোনির তিন ছক্কা নিয়ে কথা বলার কিছু দেখছেন না গম্ভীর। তার ভাষায়, ‘আপনি শেষ ওভারে তার তিন ছক্কা নিয়ে বলতে পারেন। কিন্তু সত্যি বললে এটা কোনো কাজে আসেনি। এটা শুধু ছিল তার ব্যক্তিগত রান। দেখুন, অন্য কেউ যদি এমন করতো, অন্য কোনো অধিনায়ক সাত নম্বরে নামতো, তবে তাকে চাঁছাছোলা করা হতো। ধোনি বলেই হয়তো মানুষ কথা বলছে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দূর্গা পূজা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা

আইপিএলের ত্রয়োদশ আসরে ধোনির জন্যই হেরেছে চেন্নাই: গম্ভীর

আপডেট সময় : ০৫:১০:৫০ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০

নিউজ ডেস্ক:

আইপিএলের ত্রয়োদশ আসরে গতকাল রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২০০ রান করেও হেরেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আর হারের পেছেনে ধোনির দায় দেখছেন কলকাতা নাইট রাইডার্সকে দুইবার শিরোপা জয়ে নেতৃত্ব দেয়া অধিনায়ক ও ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

‘ক্রিকইনফো’র সঙ্গে আলাপে ধোনিকে নিয়ে গম্ভীর বলেন, সত্যি করে বলতে আমি বেশ অবাক হয়েছি। এমএস ধোনি সাত নম্বরে ব্যাটিংয়ে নামলো? তার আগে পাঠাল রুতুরাজ গাইকওয়াদ, স্যাম কুরানকে। এর কোনো মানে দেখি না আমি। বরং তার উচিত ছিল সামনে থেকে নেতৃত্ব দেয়া। একে সামনে থেকে নেতৃত্ব দেয়া বলে না। ২১৭ তাড়া করতে নেমে সাত নম্বরে ব্যাটিং? ম্যাচটা তখনই শেষ। ফাফ (ডু প্লেসিস) শুধু একাই লড়েছে।

লক্ষ্য ছিল ২১৭ রানের। এত বড় লক্ষ্য তাড়া করতে যেমনভাবে দায়িত্ব নেয়া দরকার, ধোনি সেভাবে নিতে পারেননি। বরং সাত নম্বরে নেমে সমালোচিত হচ্ছেন বেশ। শেষ ওভারে তিনটি ছক্কা হাঁকিয়ে ১৭ বলে ২৯ করলেন বটে, কিন্তু ততক্ষণে ম্যাচের নিষ্পত্তি হয়ে গেছে। চেন্নাই হেরেছে ১৬ রানে।

ম্যাচ হারের পর শেষ ওভারে ধোনির তিন ছক্কা নিয়ে কথা বলার কিছু দেখছেন না গম্ভীর। তার ভাষায়, ‘আপনি শেষ ওভারে তার তিন ছক্কা নিয়ে বলতে পারেন। কিন্তু সত্যি বললে এটা কোনো কাজে আসেনি। এটা শুধু ছিল তার ব্যক্তিগত রান। দেখুন, অন্য কেউ যদি এমন করতো, অন্য কোনো অধিনায়ক সাত নম্বরে নামতো, তবে তাকে চাঁছাছোলা করা হতো। ধোনি বলেই হয়তো মানুষ কথা বলছে না।