নিউজ ডেস্ক:
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড হার্টথ্রব আনুশকা শর্মা ২০১৭ সালের সেপ্টেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দুই তারকার ভক্তদের জন্যই সুসংবাদ। বীরুষ্কা জুটির কোল আলো করে আসছে নতুন অতিথি। অর্থাৎ বাবা হতে চলেছেন কোহলি।
বৃহস্পতিবার কোহলি নিজেই খবরটি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রাম ও ফেসবুকে আনুশকার সঙ্গে নিজের সাম্প্রতিক একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘শেষ পর্যন্ত আমরা তিন জন হচ্ছি! ২০২১ এর জানুয়ারিতে সে আসছে।’
ভক্তরা এই তারকা দম্পতির সংসারে নতুন অতিথির আগমনের খবরে যারপরনাই আনন্দিত। সকলেই কোহলির পোস্টে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।





















































