নিউজ ডেস্ক:
সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন ইচ্ছে পোষণ করেছেন বাংলাদেশ জাতীয় দলের বর্তমান প্রধান কোচ। এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘আমি চাই আমিই যেন শেষ বিদেশী কোচ হই। বাংলাদেশে আমার কাজটা খুব উপভোগ করছি। আপাতত ২০২৩ বিশ্বকাপ নিয়ে এগোচ্ছি। আমি মনে করি আমার পর দেশীয় কারো দায়িত্ব নেয়া উচিত।’
বাংলাদেশের অভিষেক টেস্টে প্রধান কোচ ছিলেন সারওয়ার ইমরান। এরপর দেশীয়দের মধ্যে বাংলাদেশের কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন ও খালেদ মাহমুদ সুজন। বেশ কিছু সময় বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন সোহেল ইসলামও।
তবে এরপর থেকে জাতীয় দলের দরজা দেশি কোচদের জন্য প্রায় বন্ধই রয়েছে। ডমিঙ্গোর প্রস্তাবের সঙ্গে একমত জানিয়েছেন বিকেএসপির ক্রিকেট বিভাগের উপদেষ্টা কোচ নাজমুল আবেদীন ফাহিম। এ ব্যাপারে তিনি বলেন, ‘জাতীয় দল না হলেও এইচপি ও অ্যাকাডেমির হেড কোচ দেশী কোচদের মধ্য থেকে করা যেতে পারে। বিপিএলেও দেশী কোচরা সফল হচ্ছে। এ ব্যাপারতী নিয়ে ভাবা উচিত।