শিরোনাম :
Logo ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মালখানগর ঐক্যতান সমাজকল্যাণ সংগঠনের শুভেচ্ছা Logo চাঁদপুরে ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo রাবিতে প্রো-ভিসি’র ওপর হামলার প্রতিবাদে ইবি জিয়া পরিষদের নিন্দা Logo উৎসবমুখর  পরিবেশে কয়রায় পালিত হতে যাচ্ছে  শারদীয় দুর্গা উৎসব Logo কচুয়ায় ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ ও মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও গণস্বাক্ষর Logo চাঁদপুরে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মানববন্ধন Logo ইবিতে বৃক্ষ বিতরণ কর্মসূচিতে সম্প্রীতির বার্তা Logo বর্ণাঢ্য আয়োজনে ইবিতে নবীনবরণ সম্পন্ন Logo যুবকদের কর্মসংস্থানে নতুন সম্ভাবনা-কয়রায় প্রশিক্ষণ সংলাপ  Logo

সন্ত্রাসবিরোধী জনসভায় গ্রেনেড হামলার পৃষ্ঠপোষকতা করে বিএনপি-জামায়াত

  • আপডেট সময় : ০২:৩৪:০৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তৎকালীন বিরোধী দলকে নেতৃত্বশূন্য করে ক্ষমতা চিরস্থায়ী করতে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় গ্রেনেড হামলার পৃষ্ঠপোষকতা করে বিএনপি-জামায়াত সরকার। বিভিন্ন তথ্য-উপাত্ত ও আদালতের রায়ে এরইমধ্যে প্রমাণিত হয়েছে যে, তারেক রহমানের সরাসরি মদদে ওই হামলার ঘটনা ঘটে।

এদিকে তৎকালীন বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে এই অপচেষ্টায় সম্পৃক্ততার বিষয়টি চাইলেও এড়াতে পারবে না বিএনপির হাইকমান্ড। তবে এ বিষয়টি নিয়ে বরাবরই রাজনীতি করে আসছেন তারা। সুযোগ পেলেই ২১ আগস্টের সেই হামলার ঘটনার সত্য আড়াল করে গুজব ছড়াতে তৎপর হয়ে উঠেন ফখরুল-রিজভীর মতো বিএনপি নেতারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিজেদের দায় এড়াতে এবং জনগণকে বিভ্রান্ত করতে বিএনপি নেতারা এই হামলার বিষয়ে নানা সময়ে ভিন্ন ভিন্ন মন্তব্য করে বেড়ান।

তাদের মতে, ২১ আগস্টের মতো পরিকল্পিত ষড়যন্ত্রের ঘটনার দায় এড়াতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী আহমেদ একই সুরে কথা বলেন। এ রকম বীভৎস হত্যাযজ্ঞ ঘটিয়ে লাভের ফসল ঘরে তুলতে না পারায় উল্টো আওয়ামী লীগকে দায়ী করতে দ্বিধা করছেন না তারা। অপরাধ ও অপরাধীদের আড়াল করতেই প্রতিনিয়ত ২১ আগস্ট নিয়ে জনগণের সামনে মিথ্যাচার করছে বিএনপির নেতা-কর্মীরা।

২০০৪ সালের ২১ আগস্ট হামলার ঘটনা সম্পর্কে জানতে চাইলে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবী বলেন, নিঃসন্দেহে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য একটি পরিকল্পিত হামলা ঘটানো হয়েছিল।

তারা বলেন, আর এই হামলার ঘটনায় কোনোভাবেই দায় এড়াতে পারে না বিএনপি। এটাই বাস্তবতা। আর এখানে তো আদালতের রায়ে প্রমাণিত হয়েছে তারেক রহমানসহ বিএনপির কয়েকজন সিনিয়র নেতার প্রত্যক্ষ মদদেই এই হামলার ঘটনা ঘটেছে। তারেক রহমানকে মামলা থেকে বাঁচাতে বিএনপি নেতারা এই পন্থা অবলম্বন করেছে বলেও মন্তব্য করেন তারা।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির রাজনীতি ছেড়ে আসা এক নেতা বলেন, কোনো দলই চায় না নিজ কর্মীদের মৃত্যুর মুখে ফেলে রাজনৈতিকভাবে লাভবান হতে।

তিনি বলেন, যেহেতু সে সময়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে ছিল, তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাঁচাতে ফখরুল-রিজভীরা যাই বলুক, এ ঘটনার দায় কোনোভাবেই তারা এড়াতে পারে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মালখানগর ঐক্যতান সমাজকল্যাণ সংগঠনের শুভেচ্ছা

সন্ত্রাসবিরোধী জনসভায় গ্রেনেড হামলার পৃষ্ঠপোষকতা করে বিএনপি-জামায়াত

আপডেট সময় : ০২:৩৪:০৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০

নিউজ ডেস্ক:

তৎকালীন বিরোধী দলকে নেতৃত্বশূন্য করে ক্ষমতা চিরস্থায়ী করতে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় গ্রেনেড হামলার পৃষ্ঠপোষকতা করে বিএনপি-জামায়াত সরকার। বিভিন্ন তথ্য-উপাত্ত ও আদালতের রায়ে এরইমধ্যে প্রমাণিত হয়েছে যে, তারেক রহমানের সরাসরি মদদে ওই হামলার ঘটনা ঘটে।

এদিকে তৎকালীন বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে এই অপচেষ্টায় সম্পৃক্ততার বিষয়টি চাইলেও এড়াতে পারবে না বিএনপির হাইকমান্ড। তবে এ বিষয়টি নিয়ে বরাবরই রাজনীতি করে আসছেন তারা। সুযোগ পেলেই ২১ আগস্টের সেই হামলার ঘটনার সত্য আড়াল করে গুজব ছড়াতে তৎপর হয়ে উঠেন ফখরুল-রিজভীর মতো বিএনপি নেতারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিজেদের দায় এড়াতে এবং জনগণকে বিভ্রান্ত করতে বিএনপি নেতারা এই হামলার বিষয়ে নানা সময়ে ভিন্ন ভিন্ন মন্তব্য করে বেড়ান।

তাদের মতে, ২১ আগস্টের মতো পরিকল্পিত ষড়যন্ত্রের ঘটনার দায় এড়াতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী আহমেদ একই সুরে কথা বলেন। এ রকম বীভৎস হত্যাযজ্ঞ ঘটিয়ে লাভের ফসল ঘরে তুলতে না পারায় উল্টো আওয়ামী লীগকে দায়ী করতে দ্বিধা করছেন না তারা। অপরাধ ও অপরাধীদের আড়াল করতেই প্রতিনিয়ত ২১ আগস্ট নিয়ে জনগণের সামনে মিথ্যাচার করছে বিএনপির নেতা-কর্মীরা।

২০০৪ সালের ২১ আগস্ট হামলার ঘটনা সম্পর্কে জানতে চাইলে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবী বলেন, নিঃসন্দেহে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য একটি পরিকল্পিত হামলা ঘটানো হয়েছিল।

তারা বলেন, আর এই হামলার ঘটনায় কোনোভাবেই দায় এড়াতে পারে না বিএনপি। এটাই বাস্তবতা। আর এখানে তো আদালতের রায়ে প্রমাণিত হয়েছে তারেক রহমানসহ বিএনপির কয়েকজন সিনিয়র নেতার প্রত্যক্ষ মদদেই এই হামলার ঘটনা ঘটেছে। তারেক রহমানকে মামলা থেকে বাঁচাতে বিএনপি নেতারা এই পন্থা অবলম্বন করেছে বলেও মন্তব্য করেন তারা।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির রাজনীতি ছেড়ে আসা এক নেতা বলেন, কোনো দলই চায় না নিজ কর্মীদের মৃত্যুর মুখে ফেলে রাজনৈতিকভাবে লাভবান হতে।

তিনি বলেন, যেহেতু সে সময়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে ছিল, তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাঁচাতে ফখরুল-রিজভীরা যাই বলুক, এ ঘটনার দায় কোনোভাবেই তারা এড়াতে পারে না।