কোহলিকে সেরা ব্যাটসম্যানের তকমা দিলেন আফ্রিদি !

  • আপডেট সময় : ০২:৫৮:৫০ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২০
  • ৭৪৭ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। যার ব্যাটে ভর করে অনেক ম্যাচে জয়ের হাসি হেসেছে ভারত। নিজের ব্যাটিং শৈলী দিয়ে নিজেকে নিয়ে গেছেন বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে। জায়গা করে নিয়েছেন সমর্থকদের হৃদয়ে। শুধু সমর্থকই নয়, তাকে সেরা ব্যাটসম্যান মনে করেন এমন ক্রিকেটারের সংখ্যাও কম নয়। পাকিস্তানের সাবেক অধিনায়ক অলরাউন্ডার শহিদ আফ্রিদির চোখেও বর্তমানে সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি।

সম্প্রতি টুইটারের এক প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান আফ্রিদি। ভক্ত-সমর্থকদের প্রশ্নের জবাবে নিজের পছন্দের ও সেরা ব্যাটসম্যান হিসেবে কোহলিকে অভিহিত করেন সাবেক এই হার্ডহিটার।

ভারত-পাকিস্তান ক্রিকেটীয় লড়াইয়ে বিদ্বেষ নয়, বরং সৌহার্দ্যের জায়গা থেকেই আফ্রিদির চোখে সেরা কোহলি। তার ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে উপভোগ করেন বলেও জানান আফ্রিদি।

শুধু পছন্দের ব্যাটসম্যানই নয় পছন্দের বোলারেরও নাম বলেছেন আফ্রিদি। অস্ট্রেলিয়ার বোলার প্যাট কমিন্সকে প্রিয় বোলারের তালিকায় সবার ওপরে রেখেছেন তিনি।

এছাড়াও পছন্দের ব্যাটসম্যানের তালিকায় ভিভ রিচার্ডসকেও রাখতে চান সবসময়। তবে কার বিপক্ষে বোলিং করতে উপভোগ করেন আফ্রিদি? এমন প্রশ্নে আফ্রিদি বেছে নেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে।

পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৩৯৮ টি ওয়ানডে খেলেছেন হার্ডহিটার আফ্রিদি। এছাড়া টি টোয়েন্টি খেলেছেন ৯৯টি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোহলিকে সেরা ব্যাটসম্যানের তকমা দিলেন আফ্রিদি !

আপডেট সময় : ০২:৫৮:৫০ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২০
নিউজ ডেস্ক:
ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। যার ব্যাটে ভর করে অনেক ম্যাচে জয়ের হাসি হেসেছে ভারত। নিজের ব্যাটিং শৈলী দিয়ে নিজেকে নিয়ে গেছেন বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে। জায়গা করে নিয়েছেন সমর্থকদের হৃদয়ে। শুধু সমর্থকই নয়, তাকে সেরা ব্যাটসম্যান মনে করেন এমন ক্রিকেটারের সংখ্যাও কম নয়। পাকিস্তানের সাবেক অধিনায়ক অলরাউন্ডার শহিদ আফ্রিদির চোখেও বর্তমানে সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি।

সম্প্রতি টুইটারের এক প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান আফ্রিদি। ভক্ত-সমর্থকদের প্রশ্নের জবাবে নিজের পছন্দের ও সেরা ব্যাটসম্যান হিসেবে কোহলিকে অভিহিত করেন সাবেক এই হার্ডহিটার।

ভারত-পাকিস্তান ক্রিকেটীয় লড়াইয়ে বিদ্বেষ নয়, বরং সৌহার্দ্যের জায়গা থেকেই আফ্রিদির চোখে সেরা কোহলি। তার ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে উপভোগ করেন বলেও জানান আফ্রিদি।

শুধু পছন্দের ব্যাটসম্যানই নয় পছন্দের বোলারেরও নাম বলেছেন আফ্রিদি। অস্ট্রেলিয়ার বোলার প্যাট কমিন্সকে প্রিয় বোলারের তালিকায় সবার ওপরে রেখেছেন তিনি।

এছাড়াও পছন্দের ব্যাটসম্যানের তালিকায় ভিভ রিচার্ডসকেও রাখতে চান সবসময়। তবে কার বিপক্ষে বোলিং করতে উপভোগ করেন আফ্রিদি? এমন প্রশ্নে আফ্রিদি বেছে নেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে।

পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৩৯৮ টি ওয়ানডে খেলেছেন হার্ডহিটার আফ্রিদি। এছাড়া টি টোয়েন্টি খেলেছেন ৯৯টি।