শিরোনাম :
Logo শহীদ মাহবুব আলমের প্রথম শাহাদাতবার্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত Logo আমার বাবা বীর মুক্তিযোদ্ধা, আমি শেখ মুজিবুর রহমানের ছবি নামাব না : শামীমা ইয়াছমিন Logo বোমা হামলায় পৃথিবীতে যত লোক মারা যায় তারচেয়ে বেশি বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মারা যায় -পঞ্চগড়ে তারিকুল ইসলাম Logo বুকে ব্যথা নিয়ে হাসপাতালে অভিনেত্রী Logo এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা বিসিবির Logo ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ ফখরের Logo নাটকীয় জয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করল ভারত Logo কচুয়ার বিতারা ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরন Logo হাতপাখার প্রার্থী মানসুর আহমদ সাকী’র সাথে পূর্ব ফতেহপুর ইউনিয়ন নেতৃবৃন্দের মতবিনিময় Logo আ’লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় ম্যাজিস্ট্রেসহ ১১ জন করোনায় আক্রান্ত আরও ৬২ জনের নমুনা সংগ্রহ

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪৯:৪০ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ মে ২০২০
  • ৭৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গায় ১ জন ম্যাজিস্ট্রেট, ২ জন স্বাস্থ্যকর্মীসহ নতুন ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে এ তথ্য এসে পৌঁছায়। গতকাল বৃহস্পতিবার নতুন শনাক্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪ জন, আলমডাঙ্গা উপজেলার ৩ জন, দামুড়হুদা উপজেলা থেকে আরও ৪ জনসহ মোট ১১ জন আক্রান্ত হয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৩৯টি নমুনার ফলাফল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে এসে পৌঁছায়। উক্ত ফলাফলে ১১ জনের রিপোর্ট পজেটিভ ও ২৮ জনের রিপোর্ট নেগেটিভ আসে। আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন, জেলা প্রশাসনের ডরমেটরির একজন আয়ার মেয়ে, চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার একজন, বুজরুকগড়গড়ির একজন, দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের তিনজন ও নাপিতখালীর একজন, আলমডাঙ্গা পৌর এলাকার কলেজ পাড়ার দুইজন ও বলরামপুরের একজন রয়েছেন। পজেটিভ ১১ জনের মধ্যে ৭ জন মহিলা ও ৪ জন পুরুষ। নতুন আক্রান্ত ১১ জনকে নিজ নিজ বাড়িতে আইসোলেসন ব্যবস্থায় রাখা হয়েছে। আক্রান্তদের বাড়িসহ নিকটস্থ বাড়িগুলোকে লকডাউন করা হয়েছে।

এদিকে, করোনা আক্রান্ত সন্দেহে গতকাল আরও ৬২ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ৩৩টি, আলমডাঙ্গা থেকে ১৮টি, দামুড়হুদা থেকে ১১টিসহ মোট ৬২টি নমুনা সংগ্রহ করে করোনা পর্ক্ষীার জন্য গবেষণাগারে পাঠিয়েছে।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, বৃহস্পতিবার ৩৯ জনের রিপোর্ট পেয়েছি। এর মধ্যে ১১ জনের রিপোর্ট পজেটিভ ও ২৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এ নিয়ে চুয়াডাঙ্গা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩ জন।

এর মধ্যে সুস্থ একজন ও মৃত্যু একজন। তিনি আরও বলেন, ভাইরাস সংক্রমিত জেলা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে চুয়াডাঙ্গায় আসা ১৪ জন হাসপাতাল আইসোলেশনে, ১৫ জনকে হোম আইসোলেশনে, ৩৯২ জনকে হোম কোয়ারেন্টিনে এবং ১৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস থেকে (১৪ মে) প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী জেলা থেকে মোট নমুনা সংগ্রহ ৬৫৫টি, প্রাপ্ত রিপোর্ট ৪৮৫টি, পজেটিভ ৪২টি, নেগেটিভ ৪৪৩টি, সুস্থ ১ ও মৃত্যু ১। জেলার বাইরে থেকে সংগৃহীত নমুনায় জেলায় করোনা শনাক্ত ৪টি। চুয়াডাঙ্গা জেলায় মোট করোনা শনাক্ত ৪৬ জন। বুধবার পাঠানো ৬২টি নমুনাসহ ফলাফল পেতে বাকি আছে ১৭০টি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শহীদ মাহবুব আলমের প্রথম শাহাদাতবার্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ম্যাজিস্ট্রেসহ ১১ জন করোনায় আক্রান্ত আরও ৬২ জনের নমুনা সংগ্রহ

আপডেট সময় : ১০:৪৯:৪০ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ মে ২০২০

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গায় ১ জন ম্যাজিস্ট্রেট, ২ জন স্বাস্থ্যকর্মীসহ নতুন ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে এ তথ্য এসে পৌঁছায়। গতকাল বৃহস্পতিবার নতুন শনাক্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪ জন, আলমডাঙ্গা উপজেলার ৩ জন, দামুড়হুদা উপজেলা থেকে আরও ৪ জনসহ মোট ১১ জন আক্রান্ত হয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৩৯টি নমুনার ফলাফল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে এসে পৌঁছায়। উক্ত ফলাফলে ১১ জনের রিপোর্ট পজেটিভ ও ২৮ জনের রিপোর্ট নেগেটিভ আসে। আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন, জেলা প্রশাসনের ডরমেটরির একজন আয়ার মেয়ে, চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার একজন, বুজরুকগড়গড়ির একজন, দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের তিনজন ও নাপিতখালীর একজন, আলমডাঙ্গা পৌর এলাকার কলেজ পাড়ার দুইজন ও বলরামপুরের একজন রয়েছেন। পজেটিভ ১১ জনের মধ্যে ৭ জন মহিলা ও ৪ জন পুরুষ। নতুন আক্রান্ত ১১ জনকে নিজ নিজ বাড়িতে আইসোলেসন ব্যবস্থায় রাখা হয়েছে। আক্রান্তদের বাড়িসহ নিকটস্থ বাড়িগুলোকে লকডাউন করা হয়েছে।

এদিকে, করোনা আক্রান্ত সন্দেহে গতকাল আরও ৬২ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ৩৩টি, আলমডাঙ্গা থেকে ১৮টি, দামুড়হুদা থেকে ১১টিসহ মোট ৬২টি নমুনা সংগ্রহ করে করোনা পর্ক্ষীার জন্য গবেষণাগারে পাঠিয়েছে।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, বৃহস্পতিবার ৩৯ জনের রিপোর্ট পেয়েছি। এর মধ্যে ১১ জনের রিপোর্ট পজেটিভ ও ২৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এ নিয়ে চুয়াডাঙ্গা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩ জন।

এর মধ্যে সুস্থ একজন ও মৃত্যু একজন। তিনি আরও বলেন, ভাইরাস সংক্রমিত জেলা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে চুয়াডাঙ্গায় আসা ১৪ জন হাসপাতাল আইসোলেশনে, ১৫ জনকে হোম আইসোলেশনে, ৩৯২ জনকে হোম কোয়ারেন্টিনে এবং ১৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস থেকে (১৪ মে) প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী জেলা থেকে মোট নমুনা সংগ্রহ ৬৫৫টি, প্রাপ্ত রিপোর্ট ৪৮৫টি, পজেটিভ ৪২টি, নেগেটিভ ৪৪৩টি, সুস্থ ১ ও মৃত্যু ১। জেলার বাইরে থেকে সংগৃহীত নমুনায় জেলায় করোনা শনাক্ত ৪টি। চুয়াডাঙ্গা জেলায় মোট করোনা শনাক্ত ৪৬ জন। বুধবার পাঠানো ৬২টি নমুনাসহ ফলাফল পেতে বাকি আছে ১৭০টি।