শনিবার | ২০ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারী আটক Logo ইবিতে শহীদ ওসমান হাদি ও দীপু দাশ স্মরণে শান্তি প্রার্থনা Logo ফাউন্ডেশন ফর ডাঃ আব্দুল হাই মেধাবৃত্তিতে অংশ নিল ২২৫ শিক্ষার্থী Logo ভারতীয় নাগরিকের গুলিবর্ষণে সিলেট সীমান্তে ২ বাংলাদেশি নিহত Logo সাতক্ষীরায় জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল Logo সাংবাদিকদের পাশে থাকবে সরকার: ন্যায়বিচারের আশ্বাস Logo প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সুপরিকল্পিত: জাবিসাস Logo হাদি হত্যা ও হামলা-ভাঙচুর; জাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি Logo চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের যৌথ আয়োজনে চাঁদপুরে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন Logo চাঁদপুরে সর্বোচ্চ একক রেমিট্যান্সে শীর্ষে জনতা ব্যাংক পিএলসি নতুন বাজার কর্পোরেট শাখা

চুয়াডাঙ্গায় ম্যাজিস্ট্রেসহ ১১ জন করোনায় আক্রান্ত আরও ৬২ জনের নমুনা সংগ্রহ

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪৯:৪০ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ মে ২০২০
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গায় ১ জন ম্যাজিস্ট্রেট, ২ জন স্বাস্থ্যকর্মীসহ নতুন ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে এ তথ্য এসে পৌঁছায়। গতকাল বৃহস্পতিবার নতুন শনাক্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪ জন, আলমডাঙ্গা উপজেলার ৩ জন, দামুড়হুদা উপজেলা থেকে আরও ৪ জনসহ মোট ১১ জন আক্রান্ত হয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৩৯টি নমুনার ফলাফল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে এসে পৌঁছায়। উক্ত ফলাফলে ১১ জনের রিপোর্ট পজেটিভ ও ২৮ জনের রিপোর্ট নেগেটিভ আসে। আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন, জেলা প্রশাসনের ডরমেটরির একজন আয়ার মেয়ে, চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার একজন, বুজরুকগড়গড়ির একজন, দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের তিনজন ও নাপিতখালীর একজন, আলমডাঙ্গা পৌর এলাকার কলেজ পাড়ার দুইজন ও বলরামপুরের একজন রয়েছেন। পজেটিভ ১১ জনের মধ্যে ৭ জন মহিলা ও ৪ জন পুরুষ। নতুন আক্রান্ত ১১ জনকে নিজ নিজ বাড়িতে আইসোলেসন ব্যবস্থায় রাখা হয়েছে। আক্রান্তদের বাড়িসহ নিকটস্থ বাড়িগুলোকে লকডাউন করা হয়েছে।

এদিকে, করোনা আক্রান্ত সন্দেহে গতকাল আরও ৬২ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ৩৩টি, আলমডাঙ্গা থেকে ১৮টি, দামুড়হুদা থেকে ১১টিসহ মোট ৬২টি নমুনা সংগ্রহ করে করোনা পর্ক্ষীার জন্য গবেষণাগারে পাঠিয়েছে।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, বৃহস্পতিবার ৩৯ জনের রিপোর্ট পেয়েছি। এর মধ্যে ১১ জনের রিপোর্ট পজেটিভ ও ২৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এ নিয়ে চুয়াডাঙ্গা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩ জন।

এর মধ্যে সুস্থ একজন ও মৃত্যু একজন। তিনি আরও বলেন, ভাইরাস সংক্রমিত জেলা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে চুয়াডাঙ্গায় আসা ১৪ জন হাসপাতাল আইসোলেশনে, ১৫ জনকে হোম আইসোলেশনে, ৩৯২ জনকে হোম কোয়ারেন্টিনে এবং ১৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস থেকে (১৪ মে) প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী জেলা থেকে মোট নমুনা সংগ্রহ ৬৫৫টি, প্রাপ্ত রিপোর্ট ৪৮৫টি, পজেটিভ ৪২টি, নেগেটিভ ৪৪৩টি, সুস্থ ১ ও মৃত্যু ১। জেলার বাইরে থেকে সংগৃহীত নমুনায় জেলায় করোনা শনাক্ত ৪টি। চুয়াডাঙ্গা জেলায় মোট করোনা শনাক্ত ৪৬ জন। বুধবার পাঠানো ৬২টি নমুনাসহ ফলাফল পেতে বাকি আছে ১৭০টি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারী আটক

চুয়াডাঙ্গায় ম্যাজিস্ট্রেসহ ১১ জন করোনায় আক্রান্ত আরও ৬২ জনের নমুনা সংগ্রহ

আপডেট সময় : ১০:৪৯:৪০ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ মে ২০২০

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গায় ১ জন ম্যাজিস্ট্রেট, ২ জন স্বাস্থ্যকর্মীসহ নতুন ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে এ তথ্য এসে পৌঁছায়। গতকাল বৃহস্পতিবার নতুন শনাক্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪ জন, আলমডাঙ্গা উপজেলার ৩ জন, দামুড়হুদা উপজেলা থেকে আরও ৪ জনসহ মোট ১১ জন আক্রান্ত হয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৩৯টি নমুনার ফলাফল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে এসে পৌঁছায়। উক্ত ফলাফলে ১১ জনের রিপোর্ট পজেটিভ ও ২৮ জনের রিপোর্ট নেগেটিভ আসে। আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন, জেলা প্রশাসনের ডরমেটরির একজন আয়ার মেয়ে, চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার একজন, বুজরুকগড়গড়ির একজন, দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের তিনজন ও নাপিতখালীর একজন, আলমডাঙ্গা পৌর এলাকার কলেজ পাড়ার দুইজন ও বলরামপুরের একজন রয়েছেন। পজেটিভ ১১ জনের মধ্যে ৭ জন মহিলা ও ৪ জন পুরুষ। নতুন আক্রান্ত ১১ জনকে নিজ নিজ বাড়িতে আইসোলেসন ব্যবস্থায় রাখা হয়েছে। আক্রান্তদের বাড়িসহ নিকটস্থ বাড়িগুলোকে লকডাউন করা হয়েছে।

এদিকে, করোনা আক্রান্ত সন্দেহে গতকাল আরও ৬২ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ৩৩টি, আলমডাঙ্গা থেকে ১৮টি, দামুড়হুদা থেকে ১১টিসহ মোট ৬২টি নমুনা সংগ্রহ করে করোনা পর্ক্ষীার জন্য গবেষণাগারে পাঠিয়েছে।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, বৃহস্পতিবার ৩৯ জনের রিপোর্ট পেয়েছি। এর মধ্যে ১১ জনের রিপোর্ট পজেটিভ ও ২৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এ নিয়ে চুয়াডাঙ্গা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩ জন।

এর মধ্যে সুস্থ একজন ও মৃত্যু একজন। তিনি আরও বলেন, ভাইরাস সংক্রমিত জেলা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে চুয়াডাঙ্গায় আসা ১৪ জন হাসপাতাল আইসোলেশনে, ১৫ জনকে হোম আইসোলেশনে, ৩৯২ জনকে হোম কোয়ারেন্টিনে এবং ১৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস থেকে (১৪ মে) প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী জেলা থেকে মোট নমুনা সংগ্রহ ৬৫৫টি, প্রাপ্ত রিপোর্ট ৪৮৫টি, পজেটিভ ৪২টি, নেগেটিভ ৪৪৩টি, সুস্থ ১ ও মৃত্যু ১। জেলার বাইরে থেকে সংগৃহীত নমুনায় জেলায় করোনা শনাক্ত ৪টি। চুয়াডাঙ্গা জেলায় মোট করোনা শনাক্ত ৪৬ জন। বুধবার পাঠানো ৬২টি নমুনাসহ ফলাফল পেতে বাকি আছে ১৭০টি।