শিরোনাম :
Logo আপনি কি নিঃস্বার্থ নাকি স্বার্থপর? Logo বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ মত প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo সাতক্ষীরায় নানান কর্মসূচির মধ্যদিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে দুই উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ Logo কচুয়ায় বড়দৈল গ্রামে মাদক বিরোধী গনমিছিল ও আলোচনা সভা! Logo উৎসবমুখর পরিবেশে ইবির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ ! Logo চাঁদপুর বড় স্টেশনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ওয়ার্ড বিএনপি’র সেক্রেটারি সহ আহত ৩ : আটক-২ Logo চাঁদপুর সদরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ! Logo জাকসু নির্বাচনের মনোনয়পত্র সংগ্রহ, বাড়লো সময়

টুইটারে ভারতীয়দের তোপে আফ্রিদি !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৭:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পাকিস্তান প্রতিবছর ৫ ফেব্রুয়ারিকে কাশ্মির দিবস হিসেবে পালন করে থাকে। এবার সেই দিবসে টুউট নিয়ে ভারতীয়দের তোপের মুখে পড়েছেন পাকিস্তানি ক্রিকেট তারকা শহিদ আফ্রিদি। প্রথম টুইটে আফ্রিদি লেখেন, গত কয়েক দশক ধরে কাশ্মির নিষ্ঠুরতার শিকার হয়ে চলেছে। এখন সময় এসেছে এই সমস্যার সমাধানের- এ নিয়ে অনেক প্রাণ ঝরে গেছে।

আফ্রিদি টুইটে লেখেন, কাশ্মির হচ্ছে পৃথিবীর জান্নাত। আর তাই এখানকার নিরপরাধ মানুষের চিৎকারে চোখ-কান বন্ধ করে থাকা যায় না। এই দুটি টুইট বক্তব্যের সঙ্গে ‘আই স্ট্যান্ড উইথ কাশ্মির’ এবং ‘কাশ্মির সলিডারিটি ডে’ হ্যাশ ট্যাগ যোগ করেন তিনি। তবে আফ্রিদির এই টুইট পাকিস্তানিদের বে-শক মনপসন্দ হলেও ভারতীয়রা বেশ খাপ্পা হয়। তাই সঙ্গে সঙ্গে পাল্টা টুইটাঘাত শুরু হয়- যেন ভীমড়ুলের মতো ঝেঁকে বসে ভারতীয়রা আফ্রিদির টুইটকে আক্রমণ করতে। মোট কথা- টুইটবাজীর মাধ্যমে একখান জোশ ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হল আরকি।

আফ্রিদির টুইটের জবাবে ইরশাদ আহমাদ নামের টুইট অ্যাকাউন্ট থেকে তাকে উদ্দেশ্য করে বলা হয়, দুধ চাইলে ক্ষির দেব/ কাশ্মির নিয়ে কথা বললে ছিরে দেব! তোরা আর কতো যুদ্ধ হারবি! ঘটক নামে একজনের টুইট ছিল- কাশ্মির ইস্যু নিয়ে বলার তুমি কে? নিজের দেশই তো সামলাতে পারো না, কাশ্মিরকে সামলাতে চাও?

শুধু ক্রিকেটের মাঠে অলরাউন্ড পারফর্মেন্সেই নয়, বেমক্কা আর ঝুঁকিপূর্ণ মন্তব্য করে দেশে-বিদেশে পরিস্থিতি উত্তপ্ত করে তোলার রেকর্ড আফ্রিদির আগেও আছে। গত বছর টি-২০ বিশ্বকাপ খেলতে পাকিস্তানি দল ভারতে অবস্থানকালে আফ্রিদির মন্তব্য ভারতীয়দের মারাত্মক খেপিয়ে তুলেছিল। সেবার মোহালি ম্যাচের পর তিনি বলেন, মাঠে পাকিস্তান দলকে সমর্থন করতে কাশ্মিরের জনগণ এসেছে। পরে অবশ্য তাকে এমন বক্তব্যের ব্যাখা দিতে হয়েছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আপনি কি নিঃস্বার্থ নাকি স্বার্থপর?

টুইটারে ভারতীয়দের তোপে আফ্রিদি !

আপডেট সময় : ১২:৪৭:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

পাকিস্তান প্রতিবছর ৫ ফেব্রুয়ারিকে কাশ্মির দিবস হিসেবে পালন করে থাকে। এবার সেই দিবসে টুউট নিয়ে ভারতীয়দের তোপের মুখে পড়েছেন পাকিস্তানি ক্রিকেট তারকা শহিদ আফ্রিদি। প্রথম টুইটে আফ্রিদি লেখেন, গত কয়েক দশক ধরে কাশ্মির নিষ্ঠুরতার শিকার হয়ে চলেছে। এখন সময় এসেছে এই সমস্যার সমাধানের- এ নিয়ে অনেক প্রাণ ঝরে গেছে।

আফ্রিদি টুইটে লেখেন, কাশ্মির হচ্ছে পৃথিবীর জান্নাত। আর তাই এখানকার নিরপরাধ মানুষের চিৎকারে চোখ-কান বন্ধ করে থাকা যায় না। এই দুটি টুইট বক্তব্যের সঙ্গে ‘আই স্ট্যান্ড উইথ কাশ্মির’ এবং ‘কাশ্মির সলিডারিটি ডে’ হ্যাশ ট্যাগ যোগ করেন তিনি। তবে আফ্রিদির এই টুইট পাকিস্তানিদের বে-শক মনপসন্দ হলেও ভারতীয়রা বেশ খাপ্পা হয়। তাই সঙ্গে সঙ্গে পাল্টা টুইটাঘাত শুরু হয়- যেন ভীমড়ুলের মতো ঝেঁকে বসে ভারতীয়রা আফ্রিদির টুইটকে আক্রমণ করতে। মোট কথা- টুইটবাজীর মাধ্যমে একখান জোশ ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হল আরকি।

আফ্রিদির টুইটের জবাবে ইরশাদ আহমাদ নামের টুইট অ্যাকাউন্ট থেকে তাকে উদ্দেশ্য করে বলা হয়, দুধ চাইলে ক্ষির দেব/ কাশ্মির নিয়ে কথা বললে ছিরে দেব! তোরা আর কতো যুদ্ধ হারবি! ঘটক নামে একজনের টুইট ছিল- কাশ্মির ইস্যু নিয়ে বলার তুমি কে? নিজের দেশই তো সামলাতে পারো না, কাশ্মিরকে সামলাতে চাও?

শুধু ক্রিকেটের মাঠে অলরাউন্ড পারফর্মেন্সেই নয়, বেমক্কা আর ঝুঁকিপূর্ণ মন্তব্য করে দেশে-বিদেশে পরিস্থিতি উত্তপ্ত করে তোলার রেকর্ড আফ্রিদির আগেও আছে। গত বছর টি-২০ বিশ্বকাপ খেলতে পাকিস্তানি দল ভারতে অবস্থানকালে আফ্রিদির মন্তব্য ভারতীয়দের মারাত্মক খেপিয়ে তুলেছিল। সেবার মোহালি ম্যাচের পর তিনি বলেন, মাঠে পাকিস্তান দলকে সমর্থন করতে কাশ্মিরের জনগণ এসেছে। পরে অবশ্য তাকে এমন বক্তব্যের ব্যাখা দিতে হয়েছিল।