নিউজ ডেস্ক:
এমন কিছু যে হতে পারে তার ইঙ্গিত আগে থেকেই পাওয়া গিয়েছিল। এবার সেটাই যেন সত্যি হল। ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে নিয়ে প্রশ্ন উঠেছিল। ইসিবিকে অবশ্য এই কঠিন সিদ্ধান্তটা নিতে হল না। কারণ অ্যালিস্টার কুক নিজ থেকেই নিজের অধিনায়কত্ব সরে গেলেন।
তবে অধিনায়কত্ব ছাড়লেও ক্রিকেটার হিসেবে তিনি দলে থাকবেন। ইংল্যান্ডের টেস্ট দলের নতুন অধিনায়কের নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে জো রুটের অধিনায়কের সম্ভাবনাই প্রবল বলে মনে করা হচ্ছে। ৫৯ টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া কুক জানিয়েছেন, ‘একটা বড় সিদ্ধান্ত নিলাম। বেশ কঠিন সিদ্ধান্তই বলতে হবে। দল ও নিজের কথা ভেবেই সরে দাঁড়িয়েছি। ইংল্যান্ডের হয়ে খেলতে পারাটাই আমার কাছে বিরাট সম্মানের। এখন শুধু ক্রিকেটার হিসেবেই দলে থাকব। পাঁচটা বছর আমি অধিনায়ক ছিলাম। পরবর্তী অধিনায়ককে সাহায্য করাটাই হবে এখন আমার কাজ। ’
ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড এখন কুকের দখলে। কুক টেস্টে এখন পর্যন্ত করেছেন ১১০৫৭ রান। কুক আরও বলেন, ‘অধিনায়ক থাকাকালীন যারা আমাকে সাহায্য করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি সমর্থকদের। ’
ইসিবি প্রধান অ্যান্ড্রু স্ট্রস জানিয়েছেন, ‘সঠিক কাউকে নির্বাচন করাটাই হবে আমাদের কাজ। ২২ ফেব্রুয়ারি দল যাবে ওয়েস্ট ইন্ডিজে। তার আগেই অধিনায়ক ঠিক করে ফেলব।