নিউজ ডেস্ক:
অ্যাঙ্গেল ডি মারিয়া নিজে করলেন দুই গোল। এর একটি আবার ৩০ গজ দূর থেকে ফ্রি-কিকে। আর্জেন্টাইন উইঙ্গার আরও একটি গোল করালেন সতীর্থকে দিয়ে। তার দুর্দান্ত পারফরম্যান্সে মার্সেইকে ৩-১ গোলে হারিয়ে ২০ পয়েন্ট এগিয়ে থেকে লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার আরও কাছে চলে গেছে টমাস টুখেলের দল।রবিবার রাতে নিজেদের মাঠে ম্যাচের ১৫ মিনিটে মার্সেইয়ের জালে বল পাঠিয়েছিলেন ডি মারিয়া। তবে ভিএআরের সাহায্য নিয়ে অফ সাইডের কারণে গোল বাতিল করেন রেফারি।
প্রথমার্ধের যোগ করা সময়ে পিএসজিকে লিড এনে দেন কিলিয়ান এমবাপে। ডি মারিয়ার পাস থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান বিশ্বকাপজয়ী তরুণ ফরাসি ফরোয়ার্ড। চলতি মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা এমবাপের এটি ২৬তম গোল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরে মার্সেই। ৪৬ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস ওক্যাম্পোসের পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে পিএসজির গোলরক্ষককে পরাস্ত করেন ভালের জার্মেই।অবশ্য লিড পুনরুদ্ধার করতে বেশি সময় লাগেনি পিএসজির। ৫৫ মিনিটে দুরূহ কোণ থেকে জোরালো শটে গোল করেন ডি মারিয়া। লিগের চলতি আসরে এই নিয়ে তৃতীয়বারের মতো একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করলেন আর্জেন্টাইন উইঙ্গার।৬১ মিনিটে বক্সের বাইরে হ্যান্ডবল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্সেইয়ের ফরাসি গোলরক্ষক মাদাঁদাঁ। ৩০ গজ দূর থেকে নেওয়া সেই ফ্রি-কিকে নিজের দ্বিতীয় গোল করেন ডি মারিয়া। তার বাঁ পায়ের বাঁকানো শট বদলি গোলরক্ষক ইয়োহান পেলেকে বোকা বানিয়ে জালে জড়ায়।
যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল পেতে পারতেন এমবাপেও। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ফরাসি ফরোয়ার্ড। তার শট ঠেকিয়ে দেন বদলি গোলরক্ষক।এ জয়ে ২৮ ম্যাচে পিএসজির পয়েন্ট বেড়ে হলো ৭৭। এক ম্যাচ বেশি খেলে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিল।







































