নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও তাঁর অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মোয়াজ্জেমপুর দলীয় কার্যালয় প্রাঙ্গনে এক বিরাট আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা উত্তর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি খুররম খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি নাসের খান চৌধুরী, ময়মনসিংহ জেলা উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ উদ্দিন ফরিদ, বিএনপি নেতা জসিম উদ্দিন ফকির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কামরুজ্জামান সাধু, মোমিন হোসেন ভূইঁয়া, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, আব্দুল হাকিম সেনাপতি, আব্দুল কাদির মুন্সি, আব্দুল্লাহ ভূইঁয়া, আতাউল করিম ওলি উল্লাহ, আলহাজ্ব আব্দুল মান্নান মাস্টার, তাহমিনা আক্তার রিপা, ডাঃ মজিবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়া যুবদল, ছাত্রদল ও তাঁর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিএনপি নেতা এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা সহ তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার
২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ