গরু ভর্তি পাওয়ার ট্রিলার ও মদ ভর্তি মিশুকের সংঘর্ষে আহত ২

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:৪৬:০০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮
  • ৭৩১ বার পড়া হয়েছে

 

দর্শনা-জীবননগর সড়কের দর্শনা তেল পাম্পের সামনে দুর্ঘটনা

নিউজ ডেস্ক: দর্শনা-জীবননগর সড়কের দর্শনা তেল পাম্পের সামনে গরু ভর্তি পাওয়ারট্রিলারের সাথে মদ ভর্তি অটো মিশুকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অটো মিশুকের চালক আখের আলী ও যাত্রী খোকন গুরুত্বর আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা রেলবাজার মদের ভাটি খানা থেকে একটি অটো মিশুক গাড়িতে করে ৫টি কন্টিনারে করে ৪৫ লিটার বাংলা মদ নিয়ে জীবননগরের মনোহরপুর যাচ্ছিলো। এসময় অটো মিশুকটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় দর্শনা-জীবননগর সড়কের দর্শনা ফিলিং স্টেশন (তেল পাম্পের) নিকট পৌছালে জীবননগর অভিমুখ হতে ডুগডুগি পশুহাটের উদ্দেশ্যে একটি গরু ভর্তি পাওয়ারট্রিলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো মিশুক গাড়ির চালক আখের আলী (৩৭) ও মিশুকে থাকা যাত্রী খোকন বিশ্বাস (২৮) গুরুত্বর আহত হয়। আহত আখের আলীর ডান হাত ও খোকন বিশ্বাসের বাম পা’ মারাত্বকভাবে জখম হয়। আহত চালক আখের আলী জীবননগর উপজেলার গোপালনগর গ্রামের রমজান মন্ডলের ছেলে ও যাত্রী একই উপজেলার মনোহরপুর গ্রামের খোকন বিশ্বাস। আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রেফার্ড করলে তাদের পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য যশোর কুইন্স হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এ মদ জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মান্দার সর্দারের ছেলে ছুটু কুমার বিশ্বাস, মৃত নিতাই সরকারের ছেলে শ্রী মুকুল সরকার ও অসিত সরকার, শ্রী মুকুল সরকারের স্ত্রী রিতা রাণি এবং ননী গোপালের ছেলে স্বপন চন্দ্রশীলের। তারা সকলে হিন্দু এবং বৈধ্য ধর্ম অনুযায়ী লাইসেন্সের মাধ্যমে কেরুজ বাংলা মদ সেবনের জন্য কিনে নিয়ে যাচ্ছিলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গরু ভর্তি পাওয়ার ট্রিলার ও মদ ভর্তি মিশুকের সংঘর্ষে আহত ২

আপডেট সময় : ০৯:৪৬:০০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮

 

দর্শনা-জীবননগর সড়কের দর্শনা তেল পাম্পের সামনে দুর্ঘটনা

নিউজ ডেস্ক: দর্শনা-জীবননগর সড়কের দর্শনা তেল পাম্পের সামনে গরু ভর্তি পাওয়ারট্রিলারের সাথে মদ ভর্তি অটো মিশুকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অটো মিশুকের চালক আখের আলী ও যাত্রী খোকন গুরুত্বর আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা রেলবাজার মদের ভাটি খানা থেকে একটি অটো মিশুক গাড়িতে করে ৫টি কন্টিনারে করে ৪৫ লিটার বাংলা মদ নিয়ে জীবননগরের মনোহরপুর যাচ্ছিলো। এসময় অটো মিশুকটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় দর্শনা-জীবননগর সড়কের দর্শনা ফিলিং স্টেশন (তেল পাম্পের) নিকট পৌছালে জীবননগর অভিমুখ হতে ডুগডুগি পশুহাটের উদ্দেশ্যে একটি গরু ভর্তি পাওয়ারট্রিলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো মিশুক গাড়ির চালক আখের আলী (৩৭) ও মিশুকে থাকা যাত্রী খোকন বিশ্বাস (২৮) গুরুত্বর আহত হয়। আহত আখের আলীর ডান হাত ও খোকন বিশ্বাসের বাম পা’ মারাত্বকভাবে জখম হয়। আহত চালক আখের আলী জীবননগর উপজেলার গোপালনগর গ্রামের রমজান মন্ডলের ছেলে ও যাত্রী একই উপজেলার মনোহরপুর গ্রামের খোকন বিশ্বাস। আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রেফার্ড করলে তাদের পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য যশোর কুইন্স হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এ মদ জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মান্দার সর্দারের ছেলে ছুটু কুমার বিশ্বাস, মৃত নিতাই সরকারের ছেলে শ্রী মুকুল সরকার ও অসিত সরকার, শ্রী মুকুল সরকারের স্ত্রী রিতা রাণি এবং ননী গোপালের ছেলে স্বপন চন্দ্রশীলের। তারা সকলে হিন্দু এবং বৈধ্য ধর্ম অনুযায়ী লাইসেন্সের মাধ্যমে কেরুজ বাংলা মদ সেবনের জন্য কিনে নিয়ে যাচ্ছিলো।