মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে আপনাদের দায়িত্ব অনেক বেশি। আপনারা দেশের জন্য কাজ করছেন। দেশ রক্ষার জন্য কাজ করছেন। তিনি বলেন সীমান্তের ওপার থেকে যেন মাদক দ্রব্য আমাদের দেশে প্রবেশ করতে না পারে সেদিকে বেশি করে নজর রাখবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন গতকাল সোমবার সকালে মেহেরপুর জেলা গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া বিওপি পরিদর্শণকালে বিজিবি সদস্যদের উদ্যোশে একথা বলেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন তেঁতুলবাড়িয়া সীমান্ত ক্যাম্প ঘুরে দেখেন। কোম্পানী কমান্ডার আলতাফ হোসেন, নায়েব সুবেদার আঃ রাজ্জাক হোসেন সেখানে উপস্থিত ছিলেন।






















































