মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর সদর উপজেলার বারাদি ডায়সন্ড ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। রবিবার বিকালে মোমিনপুর স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহন করে এলাকার সিনিয়র খেলোয়াড় বনাম জুনিয়র খেলোয়াড়। খেলায় সিনিয়র খেলোয়াড় ৩-২ গোলে জুনিয়র খেলোয়াড় পরাজিত করে। বিজয়ী দলের অধিনায়ক মাসাদুল ইসলাম ২টি গোল ও ছাত্তার ১টি গোল করেন।
খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বারাদি ইউনিট আওয়ামীলীগের সভাপতি শামিম ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বাবলু বিশ্বাস, বারাদি ইউনিট আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, সাবেক সভাপতি নাজিমদ্দিন, বারাদি ক্যাম্প ইনর্চাজ বাবলু মিয়া প্রমূখ। পরে প্রধান অতিথি উভয় খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন, ডায়মন্ড ক্লাবের সভাপতি জয়নাল ও সাধারন সম্পাদক রিপনসহ হাজারও দর্শক খেলাটি উপভোগ করেন।






















































