চুয়াডাঙ্গায় ভিজিএফ’র চাল পাচারের প্রতিবাদে মানববন্ধন

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৪৮:৩৭ পূর্বাহ্ণ, সোমবার, ২০ আগস্ট ২০১৮
  • ৭২৯ বার পড়া হয়েছে

বিক্ষোভ সমাবেশ ও ডিসি বরাবর স্মারকলিপি পেশ
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর মেয়র কতৃক ভিজিএফ’র চাল পাচার করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা পৌরবাসীদের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন স্লোগান সহযোগে ঝাটা ও জুতা নিয়ে একটি র‌্যালি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যায়। পরে সেখানে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার রাতে আটক চাল ভর্তি ট্রাক থানাতেই রাখা হয়েছে।
জানা যায়, চুয়াডাঙ্গা পৌরবাসীর পক্ষে জাহানারা নামক এক মহিলার স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, গত শনিবার রাত সাড়ে দশটার সময় চুয়াডাঙ্গা পৌর সভার ভিজিএফ’র চাল অন্যত্র পাচার করার সময় পৌরসভার গেট থেকে স্থানিয় জনতা আটক করে। আটককৃত ট্রাকের ভিতর ট্রাকের ড্রাইভার, জানিফ ও জাহাঙ্গীর ছিলো। ধরা পড়ার পর তারা জনতার উদ্দেশ্যে বলে এটি মেয়রের চাল বাইরে নিয়ে যাচ্ছি। এই চাল জব্দ এবং সুষ্ঠ বিচার চাই। এময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন স্মারক লিপিটি গ্রহণ করেন এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত শনিবার রাতে পৌরসভার প্রধান ফটকে ৭৪ বস্তা চালসহ একটি মিনি ট্রাক আটক করে স্থানীয়রা। পরে এ ঘটনা জানাজানি হলে পুলিশ সাংবদিকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উদ্ভুত পরিস্থিতির হাত থেকে চাল ভর্তি ট্রাকটি থানা হেফাজেতে নেন। সে সময় বলা হয় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত থানা চত্তরে রাখা চাল ভর্তি ট্রাকটি সিদ্ধান্ত ছাড়াই একই অবস্থাতে আছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় ভিজিএফ’র চাল পাচারের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৮:৪৮:৩৭ পূর্বাহ্ণ, সোমবার, ২০ আগস্ট ২০১৮

বিক্ষোভ সমাবেশ ও ডিসি বরাবর স্মারকলিপি পেশ
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর মেয়র কতৃক ভিজিএফ’র চাল পাচার করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা পৌরবাসীদের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন স্লোগান সহযোগে ঝাটা ও জুতা নিয়ে একটি র‌্যালি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যায়। পরে সেখানে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার রাতে আটক চাল ভর্তি ট্রাক থানাতেই রাখা হয়েছে।
জানা যায়, চুয়াডাঙ্গা পৌরবাসীর পক্ষে জাহানারা নামক এক মহিলার স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, গত শনিবার রাত সাড়ে দশটার সময় চুয়াডাঙ্গা পৌর সভার ভিজিএফ’র চাল অন্যত্র পাচার করার সময় পৌরসভার গেট থেকে স্থানিয় জনতা আটক করে। আটককৃত ট্রাকের ভিতর ট্রাকের ড্রাইভার, জানিফ ও জাহাঙ্গীর ছিলো। ধরা পড়ার পর তারা জনতার উদ্দেশ্যে বলে এটি মেয়রের চাল বাইরে নিয়ে যাচ্ছি। এই চাল জব্দ এবং সুষ্ঠ বিচার চাই। এময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন স্মারক লিপিটি গ্রহণ করেন এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত শনিবার রাতে পৌরসভার প্রধান ফটকে ৭৪ বস্তা চালসহ একটি মিনি ট্রাক আটক করে স্থানীয়রা। পরে এ ঘটনা জানাজানি হলে পুলিশ সাংবদিকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উদ্ভুত পরিস্থিতির হাত থেকে চাল ভর্তি ট্রাকটি থানা হেফাজেতে নেন। সে সময় বলা হয় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত থানা চত্তরে রাখা চাল ভর্তি ট্রাকটি সিদ্ধান্ত ছাড়াই একই অবস্থাতে আছে।