আন্দোলনকারী কয়েকজন শ্রমিকরা জানান, তাদের ৩ মাসের বকেয়া বেতন, ৭ মাসের ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করেছে। আজ সোমবার তাদের সকল বয়েয়া টাকা পরিশোধ করার কথা থাকলেও তা করেননি কারখানার মালিক পক্ষ। তাই বাধ্য হয়েই কর্মবিরতি দিয়ে রাস্তা অবরোধ করেছে তারা। এছাড়াও চুক্তি অনুযায়ী মালিকপক্ষ শ্রমিকদের সুযোগ সুবিদা দিচ্ছে না বলেও জানান তারা।
এদিকে রাস্তা অবরোধের কিছুক্ষন পরই ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পি রাণী। তিনি বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সাথে আলোচনা করবো। তাদের পাওনা টাকা আদায় ও শ্রমিকদের কর্মস্থলে পেরানোর চেষ্টা করছেন বলেও জানান তিনি।