নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনী উপজেলার হাট বামন্দী গ্রামের একটি পুকুর থেকে নিখোঁজ হওয়ার সাড়ে ৭ ঘণ্টা পর মিষ্টি ব্যবসায়ীর লাশ উদ্ধার হয়েছে। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়ার গড়াই থেকে আসা ডুবুরির একটি দল পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে সোহেল রানার লাশ উদ্ধার করে।
জানা যায়, হাট বামন্দী গ্রামের আকরাম হোসেনের ছেলে সোহেল রানা (২৮) একজন মিষ্টি ব্যবসায়ী। গত শনিবার সন্ধ্যায় তিনি কাজ শেষ করে গ্রামের একটি পুকুরে গোসল করতে নামেন। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া না গেলে কুষ্টিয়ার গড়াই ডুবুরির একটি দল এনে ওই পুকুরে তল্লাশি চালালে মিষ্টি ব্যবসায়ী সোহেল রানার লাশ পাওয়া যায়। এর আগে স্থানীয় লোকজন পুলিশের সহযোগিতায় ওই পুকুরে দীর্ঘক্ষণ খোঁজার পর ব্যর্থ হয়ে পরে কুষ্টিয়ার গড়াই থেকে ডুবুরি দল আনে। পরে ডুবুরির দল রাত ২টার দিকে লাশ উদ্ধার করে।
বৃহস্পতিবার
২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ