নিউজ ডেস্ক:
পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি কে সেরা- এ নিয়ে ফুটবল বিশেষজ্ঞরা এখনো একমত হতে পারেননি। এবার এ নিয়ে নিজের মত জানালেন স্প্যানিশ ফুটবলার দানি কার্ভাজাল। জুভেন্টাসে যাওয়ার আগ পর্যন্ত রিয়াল মাদ্রিদে রোনালদোকে সতীর্থ হিসেবে পেয়েছেন তিনি। রোনালদো ইতালিতে চলে যাওয়ার পর তাকে মেসি-রোনালদোর মধ্য থেকে একজনকে সেরা হিসেবে পছন্দ করতে বলা হয়।
না, সাবেক সতীর্থ রোনালদোর পক্ষপাতিত্ব করেননি কার্ভাজাল, ‘আমি মনে করি মেসি ও রোনালদোর মধ্যে তুলনা করাটাই বোকামি। ফুটবল ইতিহাসে নিঃসন্দেহে তারা দুই জনই সেরা খেলোয়াড় কিন্তু তারা দু’জনই আলাদা। ফুটবল খেলার প্রতি মেসি অনেক বেশি মনোযোগী এবং পাসের ক্ষেত্রে তার দক্ষতা অতুলনীয়, পায়ে সবসময় সে বল ধরে রাখে এবং জায়গা খুঁজে নেয়। রোনালদো সবসময় প্রতিপক্ষ দলের শিবিরে ঢুকে পড়ে গোল করার প্রতি বেশি মনোযোগী। তারা দু’জনই আলাদা এবং একইসঙ্গে অনেক ভালো খেলোয়াড়।’
২০১৮ সালে ব্যালন ডি’অর কে জিতবে জানতে চাইলে কার্ভাজাল বলেন, ‘লুকা মদ্রিচ, ক্রিশ্চিয়ানো রোনালদো ও মেসি আমার পছন্দের তালিকায় আছে। আর সবার ওপরে আমি মেসি ও রোনালদোকেই রাখতে চাই।’