নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গতকালই তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াই দিকে এ ঘটনা ঘটে। ডাকাতি প্রস্তুতিকালে আটককৃতরা হলো গোবিন্দপুর হরিতলার আসান আলীর ছেলে রনি (২০), একই এলাকার হিরার ছেলে রাহুল (২১) ও ফরিদপুর দোয়ারপাড়ার রবজেল আলীর ছেলে আলামিন (২০)।
জানা গেছে, আলমডাঙ্গার বন্ডবিল-ফরিদপুর মাঠে বেশ কয়েকজন দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ওই সড়কে পুলিশের টহলদলকে দেখে তারা পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটক যুবকদের কাছ থেকে ২টি ধারালেঅ হেসো, ২টি চাকু, ১টি রাম’দা ও ১টি হকস্টিকসহ বেশকয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।