ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে আসামী ধরতে গিয়ে মহিলাদের উপর নির্যাতন করেছে পুলিশের এক এসআই। এমন অভিযোগ বেশ কয়েকজন মহিলার। নির্যাতনের শিকার হয়ে ছালেহা বেগম নামে একজন বৃদ্ধা মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অভিযানের দায়িত্বে থাকা পুলিশের এসআই বিকাশ নির্যাতনের কথা অস্বীকার করে বলেন পুলিশকে হেয় করার জন্য তারা মিথ্যাচার করছে। বুধবার রাত ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার ঘোপপাড়া গোরিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিত ঘোপপাড়া গ্রামের সামছুদ্দিনের স্ত্রী সালেহা বেগম জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই বিকাশ ও টুআইসি আজাহারের নেৃতত্বে পুলিশ তাদের বাড়িতে যায়। এ সময় তার ছেলে কাষ্টভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান টিপু সুলতানকে আটক করে। এ সময় তাকে আটকের কারন জানতে চাইলে তাকে ও টিপুর স্ত্রী জোসনাকে লাথি ও চড় থাপ্পড় মারে পুলিশের এসআই বিকাশ। টিপুর বোনের জামায় রকিবুল ইসলাম মুঠোফোনে জানান, রাতে পুলিশ তাদের বাড়িতে গিয়ে টিপুকে আটক করে। এ সময় বাড়ির লোকজন কারন জানতে চাইলেই মারপিট ও লাথি মারতে মারতে নির্যাতন করেন। এক পর্যায়ে তারা টিপুকে মারধর করতে করতে নিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় টিপুর মা সালেহা বেগমকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহফুজুর রহমান জানান, রাতে সালেহাকে ভর্তি করেন তার স্বজনেরা। তার শরির আঘাতের চিহ্ন রয়েছে। তবে বারবাজার পুলিশ ফাড়ির এসআই বিকাশ সংবাদ মাধ্যমকে জানান, রাতে ঘোপপাড়া গ্রামে মাদকের আসামী টিপু সুলতানকে আটক করতে যান। তার বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। টিপু মাদক ব্যবসায়ী। আমরা তার কাছ থেকে কিছু ইয়াবা বড়ি উদ্ধার করি। তাকে আটকের সময় পরিবারের লোকজন পুলিশের কাজে বাধা দেয় তবে পুলিশ কোন মহিলাকে নির্যাতন করেনি। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, আটক টিপু সুলতান এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী। রাতে পুলিশ তাকে আটক করেছে। তবে পুলিশের নির্যাতনের স্বীকার হয়েছেন এমন কোন মহিলা বা ব্যক্তি থানায় অভিযোগ দেয়নি।