শিরোনাম :
Logo চুয়াডাঙ্গা পৌরসভায় ড্রেনেজ ও সড়ক ব্যবস্থার বেহাল দশা: জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে Logo ১৬ জুলাই থেকে শহিদদের নামে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন শুরু Logo ১৬ জুলাই:নৃশংস হত্যাকাণ্ডে ক্ষোভের বিস্ফোরণ, গণঅভ্যুত্থানের দিকে ধাবিত হয় আন্দোলন Logo মিটফোর্ডে ব্যাবসায়ী হ’ত্যার প্রতিবাদে ঝিনাইদহে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন মানববন্ধন সুসম্পন্ন Logo সাতক্ষীরায় সাবেক সচিব ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ঘের দখলের অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo সিরাজগঞ্জ এলজিইডির নানা অনিয়মে জড়িয়ে পড়ায় নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামের বদলি Logo সিরাজদিখানে ঢাবির নবীন শিক্ষার্থীদের ঝিকুটের সংবর্ধনা ২৫ জুলাই Logo আজকের নামাজের সময়সূচি Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনা করতে চায় সরকার Logo চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা

কী আছে আইফোনের বিশেষ সংস্করণে !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪১:৫৯ অপরাহ্ণ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দশ বছর পূর্তিতে আইফোনের বিশেষ সংস্করণ আইফোন ‘x’ বা আইফোন ১০ বাজারে ছেড়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। নতুন আইফোন নিয়ে আগ্রহের শেষ নেই।

চলুন জেনে নিই কী আছে এই নতুন আইফোনে

অ্যাপল রোমান হরফের ‘x’ দিয়ে অ‍্যাপল ১০ সংখ্যাটাকেই বুঝিয়েছে। আইফোনের ১০ বছর পূর্তি উপলক্ষেই এই বিশেষ নামকরণ।

অ্যাপলের প্রধান নিবার্হী টিম কুক জানান, নতুন ডিভাইসটিতে রয়েছে ৫.৮ ইঞ্চি এইজ টু এইজ সুপার রেটিনা ডিসপ্লে। যার রেজুলেশন হলো ২৪৩৬ গুণন ১১২৫ পিক্সেল। যা ৪৫৮ পিপিআই সমৃদ্ধ। এটিই অ‍্যাপলের সবচেয়ে বেশি পিপিআই সমৃদ্ধ আইফোন। প্রায় বেজলহীন ডিসপ্লের এই ফোনে নেই অ‍্যাপলের চিরচেনা হোম বাটন। স্ক্রিনে ট‍্যাপ করলেই ডিভাইসটি চালু হবে আর হোম স্ক্রিনে যেতে স্ক্রিনের উপরের দিকে সোয়াইপ করতে হবে।

নিরাপত্তার জন্য নতুন রূপে এসেছে ফেইস রিকগনিশন সুবিধা। অ‍্যাপল এই প্রযুক্তির নাম দিয়েছে ফেইসআইডি। ফলে কষ্ট করে পাসওয়ার্ড না দিয়ে চেহারা ফোনের সামনে ধরলেই ডিভাইসটি আনলক হয়ে যাবে।

এতে রয়েছে ছয় কোরের এ১১ বায়োনিক প্রসেসর। যা পূর্বের এ১০ প্রসেসর থেকে ৭০ শতাংশ বেশি শক্তিশালী।

ফোনটির পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ডুয়েল ক‍্যামেরা। সেখানে আইফোন ৭ থেকে উন্নত সেন্সর ব‍্যবহার করা হয়েছে। ওয়াইড অ‍্যাঙ্গেল ছবি তোলার জন্য এতে রয়েছে এফ/১.৮ ও এফ/২.৪ অ‍্যাপারচার।

ইন্টারনাল মেমোরির ওপর  নির্ভর করে ডিভাইসটি ৬৪ গিগাবাইট ও ২৫৬ গিগাবাইটের দুটি সংস্করণে পাওয়া যাবে।

আর নতুন আইফোনটির মূল‍্য শুরু হয়েছে ৯৯৯ মার্কিন ডলার থেকে। অক্টোবরের ২৭ তারিখ থেকে প্রি-অর্ডার শুরু হবে এবং গ্রাহকরা ডিভাইসটি হাতে পাবেন আগামী ৩ নভেম্বর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গা পৌরসভায় ড্রেনেজ ও সড়ক ব্যবস্থার বেহাল দশা: জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে

কী আছে আইফোনের বিশেষ সংস্করণে !

আপডেট সময় : ১২:৪১:৫৯ অপরাহ্ণ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

দশ বছর পূর্তিতে আইফোনের বিশেষ সংস্করণ আইফোন ‘x’ বা আইফোন ১০ বাজারে ছেড়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। নতুন আইফোন নিয়ে আগ্রহের শেষ নেই।

চলুন জেনে নিই কী আছে এই নতুন আইফোনে

অ্যাপল রোমান হরফের ‘x’ দিয়ে অ‍্যাপল ১০ সংখ্যাটাকেই বুঝিয়েছে। আইফোনের ১০ বছর পূর্তি উপলক্ষেই এই বিশেষ নামকরণ।

অ্যাপলের প্রধান নিবার্হী টিম কুক জানান, নতুন ডিভাইসটিতে রয়েছে ৫.৮ ইঞ্চি এইজ টু এইজ সুপার রেটিনা ডিসপ্লে। যার রেজুলেশন হলো ২৪৩৬ গুণন ১১২৫ পিক্সেল। যা ৪৫৮ পিপিআই সমৃদ্ধ। এটিই অ‍্যাপলের সবচেয়ে বেশি পিপিআই সমৃদ্ধ আইফোন। প্রায় বেজলহীন ডিসপ্লের এই ফোনে নেই অ‍্যাপলের চিরচেনা হোম বাটন। স্ক্রিনে ট‍্যাপ করলেই ডিভাইসটি চালু হবে আর হোম স্ক্রিনে যেতে স্ক্রিনের উপরের দিকে সোয়াইপ করতে হবে।

নিরাপত্তার জন্য নতুন রূপে এসেছে ফেইস রিকগনিশন সুবিধা। অ‍্যাপল এই প্রযুক্তির নাম দিয়েছে ফেইসআইডি। ফলে কষ্ট করে পাসওয়ার্ড না দিয়ে চেহারা ফোনের সামনে ধরলেই ডিভাইসটি আনলক হয়ে যাবে।

এতে রয়েছে ছয় কোরের এ১১ বায়োনিক প্রসেসর। যা পূর্বের এ১০ প্রসেসর থেকে ৭০ শতাংশ বেশি শক্তিশালী।

ফোনটির পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ডুয়েল ক‍্যামেরা। সেখানে আইফোন ৭ থেকে উন্নত সেন্সর ব‍্যবহার করা হয়েছে। ওয়াইড অ‍্যাঙ্গেল ছবি তোলার জন্য এতে রয়েছে এফ/১.৮ ও এফ/২.৪ অ‍্যাপারচার।

ইন্টারনাল মেমোরির ওপর  নির্ভর করে ডিভাইসটি ৬৪ গিগাবাইট ও ২৫৬ গিগাবাইটের দুটি সংস্করণে পাওয়া যাবে।

আর নতুন আইফোনটির মূল‍্য শুরু হয়েছে ৯৯৯ মার্কিন ডলার থেকে। অক্টোবরের ২৭ তারিখ থেকে প্রি-অর্ডার শুরু হবে এবং গ্রাহকরা ডিভাইসটি হাতে পাবেন আগামী ৩ নভেম্বর।