শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা Logo “কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী

কী আছে আইফোনের বিশেষ সংস্করণে !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪১:৫৯ অপরাহ্ণ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭
  • ৮০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দশ বছর পূর্তিতে আইফোনের বিশেষ সংস্করণ আইফোন ‘x’ বা আইফোন ১০ বাজারে ছেড়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। নতুন আইফোন নিয়ে আগ্রহের শেষ নেই।

চলুন জেনে নিই কী আছে এই নতুন আইফোনে

অ্যাপল রোমান হরফের ‘x’ দিয়ে অ‍্যাপল ১০ সংখ্যাটাকেই বুঝিয়েছে। আইফোনের ১০ বছর পূর্তি উপলক্ষেই এই বিশেষ নামকরণ।

অ্যাপলের প্রধান নিবার্হী টিম কুক জানান, নতুন ডিভাইসটিতে রয়েছে ৫.৮ ইঞ্চি এইজ টু এইজ সুপার রেটিনা ডিসপ্লে। যার রেজুলেশন হলো ২৪৩৬ গুণন ১১২৫ পিক্সেল। যা ৪৫৮ পিপিআই সমৃদ্ধ। এটিই অ‍্যাপলের সবচেয়ে বেশি পিপিআই সমৃদ্ধ আইফোন। প্রায় বেজলহীন ডিসপ্লের এই ফোনে নেই অ‍্যাপলের চিরচেনা হোম বাটন। স্ক্রিনে ট‍্যাপ করলেই ডিভাইসটি চালু হবে আর হোম স্ক্রিনে যেতে স্ক্রিনের উপরের দিকে সোয়াইপ করতে হবে।

নিরাপত্তার জন্য নতুন রূপে এসেছে ফেইস রিকগনিশন সুবিধা। অ‍্যাপল এই প্রযুক্তির নাম দিয়েছে ফেইসআইডি। ফলে কষ্ট করে পাসওয়ার্ড না দিয়ে চেহারা ফোনের সামনে ধরলেই ডিভাইসটি আনলক হয়ে যাবে।

এতে রয়েছে ছয় কোরের এ১১ বায়োনিক প্রসেসর। যা পূর্বের এ১০ প্রসেসর থেকে ৭০ শতাংশ বেশি শক্তিশালী।

ফোনটির পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ডুয়েল ক‍্যামেরা। সেখানে আইফোন ৭ থেকে উন্নত সেন্সর ব‍্যবহার করা হয়েছে। ওয়াইড অ‍্যাঙ্গেল ছবি তোলার জন্য এতে রয়েছে এফ/১.৮ ও এফ/২.৪ অ‍্যাপারচার।

ইন্টারনাল মেমোরির ওপর  নির্ভর করে ডিভাইসটি ৬৪ গিগাবাইট ও ২৫৬ গিগাবাইটের দুটি সংস্করণে পাওয়া যাবে।

আর নতুন আইফোনটির মূল‍্য শুরু হয়েছে ৯৯৯ মার্কিন ডলার থেকে। অক্টোবরের ২৭ তারিখ থেকে প্রি-অর্ডার শুরু হবে এবং গ্রাহকরা ডিভাইসটি হাতে পাবেন আগামী ৩ নভেম্বর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

কী আছে আইফোনের বিশেষ সংস্করণে !

আপডেট সময় : ১২:৪১:৫৯ অপরাহ্ণ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

দশ বছর পূর্তিতে আইফোনের বিশেষ সংস্করণ আইফোন ‘x’ বা আইফোন ১০ বাজারে ছেড়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। নতুন আইফোন নিয়ে আগ্রহের শেষ নেই।

চলুন জেনে নিই কী আছে এই নতুন আইফোনে

অ্যাপল রোমান হরফের ‘x’ দিয়ে অ‍্যাপল ১০ সংখ্যাটাকেই বুঝিয়েছে। আইফোনের ১০ বছর পূর্তি উপলক্ষেই এই বিশেষ নামকরণ।

অ্যাপলের প্রধান নিবার্হী টিম কুক জানান, নতুন ডিভাইসটিতে রয়েছে ৫.৮ ইঞ্চি এইজ টু এইজ সুপার রেটিনা ডিসপ্লে। যার রেজুলেশন হলো ২৪৩৬ গুণন ১১২৫ পিক্সেল। যা ৪৫৮ পিপিআই সমৃদ্ধ। এটিই অ‍্যাপলের সবচেয়ে বেশি পিপিআই সমৃদ্ধ আইফোন। প্রায় বেজলহীন ডিসপ্লের এই ফোনে নেই অ‍্যাপলের চিরচেনা হোম বাটন। স্ক্রিনে ট‍্যাপ করলেই ডিভাইসটি চালু হবে আর হোম স্ক্রিনে যেতে স্ক্রিনের উপরের দিকে সোয়াইপ করতে হবে।

নিরাপত্তার জন্য নতুন রূপে এসেছে ফেইস রিকগনিশন সুবিধা। অ‍্যাপল এই প্রযুক্তির নাম দিয়েছে ফেইসআইডি। ফলে কষ্ট করে পাসওয়ার্ড না দিয়ে চেহারা ফোনের সামনে ধরলেই ডিভাইসটি আনলক হয়ে যাবে।

এতে রয়েছে ছয় কোরের এ১১ বায়োনিক প্রসেসর। যা পূর্বের এ১০ প্রসেসর থেকে ৭০ শতাংশ বেশি শক্তিশালী।

ফোনটির পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ডুয়েল ক‍্যামেরা। সেখানে আইফোন ৭ থেকে উন্নত সেন্সর ব‍্যবহার করা হয়েছে। ওয়াইড অ‍্যাঙ্গেল ছবি তোলার জন্য এতে রয়েছে এফ/১.৮ ও এফ/২.৪ অ‍্যাপারচার।

ইন্টারনাল মেমোরির ওপর  নির্ভর করে ডিভাইসটি ৬৪ গিগাবাইট ও ২৫৬ গিগাবাইটের দুটি সংস্করণে পাওয়া যাবে।

আর নতুন আইফোনটির মূল‍্য শুরু হয়েছে ৯৯৯ মার্কিন ডলার থেকে। অক্টোবরের ২৭ তারিখ থেকে প্রি-অর্ডার শুরু হবে এবং গ্রাহকরা ডিভাইসটি হাতে পাবেন আগামী ৩ নভেম্বর।