নিউজ ডেস্ক:
পর্ন দেখা নিয়ে অতীতে দাম্পত্য কলহ তৈরি হয়েছিল, এমন মানুষদের ক্ষেত্রেই লুকিয়ে পর্ন দেখার প্রবণতা বেশি দেখা যায়। জ্যানেট ব্রিটো নামের একজন সাইকোলজিস্ট এ তথ্য দিয়েছেন।
লুকিয়ে পর্ন দেখতে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ব্রাউজারের ইনকগনিটো মোড ব্যবহার করে থাকে বলে জানান সেক্স থেরাপিস্ট কিম্বারলি রেসনিক অ্যান্ডারসন। তিনি বলেন, গোপনীয়তার প্রতিশ্রুতি দেয়, এমন অনেক অনেক অ্যাপ আছে অ্যাপস্টোরে। কিন্তু ইনকগনিটো পর্ন বলে কিছু নেই। ইন্টারনেটে একেবারে গোপনীয় বা অ্যানোনিমাস বলে কিছু নেই।
আমেরিকান ইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক এক গবেষণা জানা গেছে, পর্নগ্রাফিতে আসক্ত পুরুষেরা পর্ন দেখে যতটা উপভোগ করেন, বাস্তবে শারীরিক সম্পর্কের সময় তারা ততটা উপভোগ করতে পারেন না।
৩.৪ শতাংশ পর্ন দেখে নিয়মিত স্বমেহন করার পর শারীরিক সম্পর্কে লিপ্ত হন। প্রতি চারজনে একজন বলেছেন, তারা সপ্তাহে অন্তত একবার পর্ন দেখেন। আর ২১ দশমিক ৩ শতাংশ পুরুষ বলেছেন, তারা সপ্তাহে তিন থেকে পাঁচবার দেখেন। সপ্তাহে ছয় থেকে ১০ বার দেখেন পাঁচ শতাংশ পুরুষ এবং ৪ দশমিক ৩ শতাংশ পুরুষ সপ্তাহে ১১ বারের বেশি পর্ন দেখেন।