বিপ্লব নাথ (চট্টগ্রাম) : মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা যেন সে দেশের নাগরিক হিসাবে দাবি করতে পার এবং পরিবেশ পরিস্থিতি সুস্থ হলে যেন নিজ দেশে ফিরে যেতে কোন সমস্যা না হয় সেই লক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ। মিয়ানমারের আরাকান রাজ্যে সহিংসতার ঘটনায় পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরীক্ষামূলকভাবে বায়োমেট্রিক নিবন্ধন সোমবার রাতে শুরু হয়েছে। রাত পৌনে নয়টায় রোহিঙ্গা নারী রুবিয়া খাতুন প্রথম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হন।
আজ (১২.০৯.২০১৭ইং) মঙ্গলবার সকালে এই বায়োমেট্রিক নিবন্ধনের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান গণমাধ্যমকে বলেন, ‘গতকাল পরীক্ষামূলকভাবে বায়োমেট্রিক নিবন্ধন শুরুর হওয়ার পর ২০ জন রোহিঙ্গার নিবন্ধন করা হয়। এর মধ্যে আটজনকে আমরা পরিচয়পত্র তুলে দিয়েছি।’
মঙ্গলবার
২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ