মুজিবনগর প্রতিনিধিঃ বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশনে আর্সেনিকের ভয়বাহতার তিন পর্বের রিপোর্ট প্রকাশের পর মেহেরপুর মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করলেন জেলা প্রশাসন। বিদ্যুৎ সংযোগের অভাবে ২০১৪ সাল থেকে বন্ধ ছিলো প্ল্যান্টটি। গতকাল মঙ্গলবার এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। উপস্থিত ছিলেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, মুজিবনগর জনস্বাস্থ্য বিভাগের প্রকৌশলী জাহাঙ্গীর আলম, বাগায়োন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, সেভ দ্যা চিল্ড্রেনের কৈশোর উন্নয়ন ও বিদ্যালয় স্বাস্থ্য পুষ্টি ব্যবস্থাপক রমেন্দ্রনাথ মল্লিক, পলাশী পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, শিশুদের জন্য কর্মসূচীর প্রকল্প পরিচালক সুনীল কুমার রায়। প্লান্টটি চালু হওয়ায় ঐ এলাকার প্রায় ৩০০ পরিবার এখন থেকে আর্সেনিক মুক্ত পানি পান করতে পারবে।
বুধবার
২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ