নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবে রোববার সন্ধ্যায় (২৭ আগস্ট) ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ প্রেসক্লাবের বার বার নির্বাচিত সভাপতি দৈনিক আজকের দেশ পত্রিকার সম্পাদক আলহাজ্ব কাজী শাহীন খাঁন নান্দাইল প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের সাথে এক অনির্ধারিত শুভেচ্ছা মত বিনিময় সভায় মিলিত হন। তিনি তাড়াইল থেকে আসার পথে তাঁর প্রিয় প্রতিষ্ঠান নান্দাইল প্রেসক্লাবে উপস্থিত হন। এসময় ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ প্রেসক্লাবের ৫০ বছর পূর্তী উপলক্ষে প্রকাশিত একসেট আকর্ষণীয় স্মরনিকা নান্দাইল প্রেসক্লাব পাঠাগারে উপহার হিসাবে প্রদান করেন। কিশোরগঞ্জ প্রেসক্লাব সভাপতিকে স্বাগত জানান নান্দাইল প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ এনামুল হক বাবুল, সাংবাদিক সমিতির সেক্রেটারী এবি সিদ্দিক খসরু, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, ট্রেজারার আবুল হাসেম, সদস্য মোঃ শাহজাহান ফকির, মোঃ রমজান আলী, মানবাধিকার কর্মী মোঃ গোলাম মোস্তফা প্রমুখ। এসময় প্রেসক্লাব নান্দাইলের সহ-সভাপতি অধ্যাপক বাবু অরবিন্দ পাল অখিল, সেক্রেটারী শামছ-ই-তাবরীজ রায়হান ও যায়যায়দিন প্রতিনিধি মোঃ হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন। উল্লেখ্য নান্দাইল প্রেসক্লাব প্রতিষ্ঠাকালীন সময়ে (১৯৮২) এই সিনিয়র সাংবাদিক সার্বিক সহযোগীতা সহ একাধিক অনুষ্ঠানে যোগদান করেন।
বুধবার
২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ