বুধবার | ১০ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo দেশকে এগিয়ে নেয়ার ‘ডিটেইল প্ল্যানিং’ শুধু বিএনপির আছে: তারেক রহমান Logo রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার কোনো অধিকার নেই কিয়েভের : জেলেনস্কি Logo তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান Logo চাঁদপুরে সোনালী ব্যাংকের সিবিএ নেতা আবদুস সামাদ মিয়ার ইন্তেকাল—সহকর্মীদের মাঝে গভীর শোক Logo পলাশবাড়ীতে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা Logo সুন্দরবন কয়রায় কোস্ট গার্ডের দুটি অভিযানে অস্ত্র উদ্ধার, জিম্মি জেলে মুক্ত ও হরিণের মাংসসহ শিকারি আটক Logo খুবিতে নতুন উদ্যোক্তাদের দিনব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী Logo পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস আজ Logo টেকনাফে গহীন পাহাড় থেকে নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার, আটক-৩

ঝিনাইদহে পাওনা টাকা চাইতে গিয়ে পাওনাদারের নামে দেনাদার কতৃক মিথ্যা ডাকাতি মামলা দায়ের

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:০০:৪২ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭
  • ৭৪১ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ  ঝিনাইদহের পল্লিতে এবার পাওনা টাকা চাইতে গিয়ে অবশেষে পাওনাদারের নামে মিথ্যা ডাকাতি মামলায় ফাঁসানো হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে ও মামলা সুত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর থানার গবিন্দপুর গ্রামের মৃত.মোকাদ্দেস মন্ডলের ছেলে বিদেশ ফেরত রবকুল ইসলাম দেশে ফিরে গরুর ফার্ম ও অন্যান্ন্য ব্যাবসা শুরু করে। গরুর খাবার ক্রয় করা ও ব্যাবসা বানিজ্য সুত্রে পার্শ্ববর্তী ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সিমান্ত চিত্রা নদীর ওপারে চুয়াডাঙ্গা সদরের কলাগাছি গ্রামের গনেষ কৃষ্ণ ঘোষের ছেলে ভুষিমাল ব্যাবসায়ী হরেন কৃষ্ণ ঘোষের সাথে রবকুলের সুসম্পর্ক গড়ে ওঠে। উভয়ের মধ্যে সুসম্পর্ক চলাকালীন অবস্থায় সুচতুর হরেন ঘোষ রবকুলকে বলে যে, আমার আমার বাড়িতে ও বাজারে ভুষি মাল ক্রয় বিক্রয়ের জন্য বড় গোডাউন আছে। আমার টাকা পয়সা কমতি, আমার ভুষিমাল ব্যাবসায় তুমি যদি টাকা ইনভেষ্ট করো তাহলে লভ্যাংশ অর্ধেক তোমাকে দিব, আর তোমাকে ভুষি মাল ব্যাবসায় সময়ও দিতে হবেনা। উক্ত চুক্তিতে উভয়ে রাজি হলে ১৫ই নভেম্বর ২০১৬ সালে গবিন্দপুর রবকুলের বাড়িতে এসে হরেন ও তার ভাই সুনিল ঘোষ নগদ তিন লাখ টাকা গুনে বুঝে নিয়ে যায়। এর কিছুদিন পরে ৫ই জানুয়ারি ২০১৭ সালে পুররায় রবকুলের বাড়িতে এসে হরেন ও তার ভাই সুনিল নগদ দুই লাখ টাকা ও ত্রিশ হাজার টাকা মুল্যের সমপরিমান ধান নিয়ে যায়।

পরে চুক্তি মোতাবেক হরেন আর রবকুলের সাথে যোগাযোগ ও টাকা পয়সা না দিলে হরেন আর রবকুলের দেয়া সর্বমোট ৫ লাখ ত্রিশ হাজার টাকার লভ্যাংশ হরেনের বাড়িতে চাইতে গেলে টাকা দিতে পারব না জানিয়ে রবকুলকে তাড়িয়ে দেই। পরের দিন আনুমানিক ৩মাস পুর্বে সুযোগ বুঝে রবকুলের নামে একটি মিথ্যা ডাকাতি মামলা দায়ের করলে আর কখনও তার পাওনা টাকা চাইতে পারবে না ভেবে সুচতুর, কুমতলবী ও ধুর্ত হরেন ঘোষ টাকা ফেরত না দিয়ে চুয়াডাঙ্গা কোর্টে রবকুলের নামে পুর্ব পরিকল্পিত ভাবে একটি ডাকাতি মামলা দায়ের করে। যা বর্তমানে চলমান অবস্থায় আছে। ডাকাতি মামলার কথা শুনে দিশেহারা রবকুল চোখে অন্ধকার দেখতে শুরু করে। হতাশ রবকুল সাধুহাটি ইউনিয়ন পরিষদে হরেনের কাছ থেকে টাকা আদায়ের দরখস্ত করিলে সাধুহাটি ইউনিয়ন পরিষদ নাজির উদ্দিন চেয়ারম্যানের নিকটে হরেন ঘটনার সত্যতা স্বীকার করে। কিন্তু ১৬ই এপ্্িরল ২০১৭ সালে সাধুহাটি ইউনিয়ন পরিষদে শুনানীর দিনে হরেন গংরা হাজির হয়নি। বার বার হরেনকে পাওনা টাকার ব্যাপারে সাধুহাটি ইউনিয়ন পরিষদে হাজির হওয়ার নোটিস জারি করলেও হরেন হাজির হয় না। অবশেষে চেয়ারম্যান নাজির উদ্দিন পাওনা টাকার সত্যতা স্বীকার করে প্রতারক হরেনের বিরুদ্ধে ঝিনাইদহ জর্জকোর্ট বরাবর একটি প্রত্যায়ন পত্র পেশ করার পরে ২৪ইমে ২০১৭ সালে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিঃ আমলী আদালত ঝিনাইদহ জর্জ কোর্ট দঃবিঃ ৪২০, ৪০৬, ৫০৬/২ ধারায় হরেন গংদের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে ২১শে আগষ্ট ২০১৭ তারিখে কোর্টে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

এদিকে হরেন মোবাইল (০১৭৯৬-২৪৫৭৭৪) নং থেকে রবকুলকে প্রতিনিয়ত হুমকী দিয়ে বলছে, তোর কাছে আমি ৪০লাখ টাকা পাবো, সেই টাকা যিভাবেই হোক আদায় করবো। আমার বাড়িতে টাকা নিতে এসে তোকে ডাকাত সাজালাম। এ ব্যাপারে বেশি বাড়াবাড়ি করলে তোকে বাড়ি ছাড়া করবো বলে সাংবাদিকদের কাছে রকবুল জানিয়েছেন। এ ঘটনায় সরেজমিনে কলাগাছি গ্রামে গিয়ে হরেনকে বাড়িতে পাওয়া যাইনি বলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। হরেনের ভাই রাজকৃষ্ণ মুঠোফোনে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে কোন কথা বলতে রাজী না হয়ে বলেন, তবে চলতি মাসের ২১ তারিখে ঝিনাইদহ জর্জ কোর্টে হাজিরা দিতে এসে কথা হবে বলে তিনি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশকে এগিয়ে নেয়ার ‘ডিটেইল প্ল্যানিং’ শুধু বিএনপির আছে: তারেক রহমান

ঝিনাইদহে পাওনা টাকা চাইতে গিয়ে পাওনাদারের নামে দেনাদার কতৃক মিথ্যা ডাকাতি মামলা দায়ের

আপডেট সময় : ০৮:০০:৪২ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ  ঝিনাইদহের পল্লিতে এবার পাওনা টাকা চাইতে গিয়ে অবশেষে পাওনাদারের নামে মিথ্যা ডাকাতি মামলায় ফাঁসানো হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে ও মামলা সুত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর থানার গবিন্দপুর গ্রামের মৃত.মোকাদ্দেস মন্ডলের ছেলে বিদেশ ফেরত রবকুল ইসলাম দেশে ফিরে গরুর ফার্ম ও অন্যান্ন্য ব্যাবসা শুরু করে। গরুর খাবার ক্রয় করা ও ব্যাবসা বানিজ্য সুত্রে পার্শ্ববর্তী ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সিমান্ত চিত্রা নদীর ওপারে চুয়াডাঙ্গা সদরের কলাগাছি গ্রামের গনেষ কৃষ্ণ ঘোষের ছেলে ভুষিমাল ব্যাবসায়ী হরেন কৃষ্ণ ঘোষের সাথে রবকুলের সুসম্পর্ক গড়ে ওঠে। উভয়ের মধ্যে সুসম্পর্ক চলাকালীন অবস্থায় সুচতুর হরেন ঘোষ রবকুলকে বলে যে, আমার আমার বাড়িতে ও বাজারে ভুষি মাল ক্রয় বিক্রয়ের জন্য বড় গোডাউন আছে। আমার টাকা পয়সা কমতি, আমার ভুষিমাল ব্যাবসায় তুমি যদি টাকা ইনভেষ্ট করো তাহলে লভ্যাংশ অর্ধেক তোমাকে দিব, আর তোমাকে ভুষি মাল ব্যাবসায় সময়ও দিতে হবেনা। উক্ত চুক্তিতে উভয়ে রাজি হলে ১৫ই নভেম্বর ২০১৬ সালে গবিন্দপুর রবকুলের বাড়িতে এসে হরেন ও তার ভাই সুনিল ঘোষ নগদ তিন লাখ টাকা গুনে বুঝে নিয়ে যায়। এর কিছুদিন পরে ৫ই জানুয়ারি ২০১৭ সালে পুররায় রবকুলের বাড়িতে এসে হরেন ও তার ভাই সুনিল নগদ দুই লাখ টাকা ও ত্রিশ হাজার টাকা মুল্যের সমপরিমান ধান নিয়ে যায়।

পরে চুক্তি মোতাবেক হরেন আর রবকুলের সাথে যোগাযোগ ও টাকা পয়সা না দিলে হরেন আর রবকুলের দেয়া সর্বমোট ৫ লাখ ত্রিশ হাজার টাকার লভ্যাংশ হরেনের বাড়িতে চাইতে গেলে টাকা দিতে পারব না জানিয়ে রবকুলকে তাড়িয়ে দেই। পরের দিন আনুমানিক ৩মাস পুর্বে সুযোগ বুঝে রবকুলের নামে একটি মিথ্যা ডাকাতি মামলা দায়ের করলে আর কখনও তার পাওনা টাকা চাইতে পারবে না ভেবে সুচতুর, কুমতলবী ও ধুর্ত হরেন ঘোষ টাকা ফেরত না দিয়ে চুয়াডাঙ্গা কোর্টে রবকুলের নামে পুর্ব পরিকল্পিত ভাবে একটি ডাকাতি মামলা দায়ের করে। যা বর্তমানে চলমান অবস্থায় আছে। ডাকাতি মামলার কথা শুনে দিশেহারা রবকুল চোখে অন্ধকার দেখতে শুরু করে। হতাশ রবকুল সাধুহাটি ইউনিয়ন পরিষদে হরেনের কাছ থেকে টাকা আদায়ের দরখস্ত করিলে সাধুহাটি ইউনিয়ন পরিষদ নাজির উদ্দিন চেয়ারম্যানের নিকটে হরেন ঘটনার সত্যতা স্বীকার করে। কিন্তু ১৬ই এপ্্িরল ২০১৭ সালে সাধুহাটি ইউনিয়ন পরিষদে শুনানীর দিনে হরেন গংরা হাজির হয়নি। বার বার হরেনকে পাওনা টাকার ব্যাপারে সাধুহাটি ইউনিয়ন পরিষদে হাজির হওয়ার নোটিস জারি করলেও হরেন হাজির হয় না। অবশেষে চেয়ারম্যান নাজির উদ্দিন পাওনা টাকার সত্যতা স্বীকার করে প্রতারক হরেনের বিরুদ্ধে ঝিনাইদহ জর্জকোর্ট বরাবর একটি প্রত্যায়ন পত্র পেশ করার পরে ২৪ইমে ২০১৭ সালে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিঃ আমলী আদালত ঝিনাইদহ জর্জ কোর্ট দঃবিঃ ৪২০, ৪০৬, ৫০৬/২ ধারায় হরেন গংদের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে ২১শে আগষ্ট ২০১৭ তারিখে কোর্টে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

এদিকে হরেন মোবাইল (০১৭৯৬-২৪৫৭৭৪) নং থেকে রবকুলকে প্রতিনিয়ত হুমকী দিয়ে বলছে, তোর কাছে আমি ৪০লাখ টাকা পাবো, সেই টাকা যিভাবেই হোক আদায় করবো। আমার বাড়িতে টাকা নিতে এসে তোকে ডাকাত সাজালাম। এ ব্যাপারে বেশি বাড়াবাড়ি করলে তোকে বাড়ি ছাড়া করবো বলে সাংবাদিকদের কাছে রকবুল জানিয়েছেন। এ ঘটনায় সরেজমিনে কলাগাছি গ্রামে গিয়ে হরেনকে বাড়িতে পাওয়া যাইনি বলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। হরেনের ভাই রাজকৃষ্ণ মুঠোফোনে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে কোন কথা বলতে রাজী না হয়ে বলেন, তবে চলতি মাসের ২১ তারিখে ঝিনাইদহ জর্জ কোর্টে হাজিরা দিতে এসে কথা হবে বলে তিনি জানান।