চাঁদপুরে অরাজনৈতিক সামাজিক সংগঠন সোনালী সুদিন সমাজকল্যাণ সংস্থার উদ্যেগে এতিম, প্রতিবন্ধী ও দুঃস্থদ ব্যক্তিদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদের সামনে মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার জামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা ৭ নং তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর বারের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আলম খান মঞ্জু, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জুবায়ের হোসেন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকা চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর জেলা ফটো জানালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার সাহেব আলী, সোনালী সুদিন সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান এম এ হানিফ প্রমুখ।
অনুষ্ঠানে একজনকে বাইসাইকেল এবং বাকীদের নগদ অর্থ প্রদান করা হয়।