খুলনার কয়রায় উপজেলা পর্যায়ে বহুপক্ষীয় অংশীদারদের সাথে পানি প্রাপ্তি বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মানব কল্যাণ ইউনিটের অডিটোরিয়ামে এক্সেস প্রজেক্টের আওতায়
উত্তরণের বাস্তবায়ন ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পানি কমিটির সভাপতি এইচ এম শাহাবুদ্দীন আহমেদের সভাপতিত্বে ও উপজলা এডভোসি ও নেটওয়ার্কিং অফিসার ফয়সাল মন্ডলের পরিচালনায়, সভায় বক্তব্য রাখেন, উপজলা পানি কমিটির সম্পাদক মনিরুজ্জামান মনু, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সেক্রেটারি রিয়াসাদ আলী, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ সভাপতি সিনিয়র ওরেন্ট অফিসার এম আনোয়ার হোসেন, সহ সভাপতি ডাক্তার নুর ইসলাম খোকন, পানি কমিটির সদস্য গাজী সিরাজুল ইসলাম, সদস্য কাজী মোস্তফা দ্বীন মোহাম্মদ প্রমুখ