পছন্দের গানের সাথে জুস বানাবে যে যন্ত্র !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৫:০৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিজ্ঞানের কল্যাণে প্রতিদিনই কিছু না কিছু নতুন জিনিস আবিস্কার হচ্ছে। এবার অদ্ভত এক যন্ত্র বানালো জাপানের বিজ্ঞানীরা।

জাপানের প্রযুক্তিপ্রতিষ্ঠান নমুরা গান শোনার সঙ্গে জুস খাওয়ার এক অপূর্ব মিশেল ঘটিয়েছে। তারা বানিয়েছে একটি জুস মেকার।  যার নাম ‘স্কুইজ মিউজিক’।  ফল থেকে রস বের করার কত যন্ত্রই তো আছে। কিন্তু এটার মতো আর একটিও নেই। আপনার পছন্দের গানের সঙ্গে সামঞ্জস্য রেখে সেই রকম স্বাদের জুস বানিয়ে দেবে এই যন্ত্র!

যন্ত্রটি কাজ করবে যেভাবে:
প্রথমে আপনি একটা গান পছন্দ করবেন। সেই গান পছন্দের নেপথ্যে আপনার মেজাজ-মর্জি বুঝে নিয়ে জুস বানাবে সে।  দুঃখের গান পছন্দ করেছেন তো তেমন স্বাদেরই জুস বেরিয়ে আসবে মেশিন থেকে। আবার আনন্দের গানে পাবেন আনন্দের স্বাদ।

গান পছন্দ করার পর তার তরঙ্গ বিশ্লেষণ করবে কম্পিউটার। ওটা দুঃখের, নাকি সুখের, নাকি অন্য কোনো অনুভূতির- তা কম্পিউটারই বুঝে নেবে।  দেখা গেছে, আনন্দের গান মিষ্টি জুস বানায়। দুঃখের গানে বেরিয়ে আসে তেতো জুস। রোমান্টিক গানে জুসের স্বাদ মেলে এমন কিছু যা পান করলে দেহটা কেমন যেন ভালো লাগা অনুভূতির সৃষ্টি হয়। আর আবেগপূর্ণ গানে বেরিয়ে আসে হালকা লবণের স্বাদ।

সূত্র : দুবাই পোস্ট

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশে পেপ্যাল-ওয়াইজ সুবিধা চান ফ্রিল্যান্সাররা

পছন্দের গানের সাথে জুস বানাবে যে যন্ত্র !

আপডেট সময় : ১১:৫৫:০৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

বিজ্ঞানের কল্যাণে প্রতিদিনই কিছু না কিছু নতুন জিনিস আবিস্কার হচ্ছে। এবার অদ্ভত এক যন্ত্র বানালো জাপানের বিজ্ঞানীরা।

জাপানের প্রযুক্তিপ্রতিষ্ঠান নমুরা গান শোনার সঙ্গে জুস খাওয়ার এক অপূর্ব মিশেল ঘটিয়েছে। তারা বানিয়েছে একটি জুস মেকার।  যার নাম ‘স্কুইজ মিউজিক’।  ফল থেকে রস বের করার কত যন্ত্রই তো আছে। কিন্তু এটার মতো আর একটিও নেই। আপনার পছন্দের গানের সঙ্গে সামঞ্জস্য রেখে সেই রকম স্বাদের জুস বানিয়ে দেবে এই যন্ত্র!

যন্ত্রটি কাজ করবে যেভাবে:
প্রথমে আপনি একটা গান পছন্দ করবেন। সেই গান পছন্দের নেপথ্যে আপনার মেজাজ-মর্জি বুঝে নিয়ে জুস বানাবে সে।  দুঃখের গান পছন্দ করেছেন তো তেমন স্বাদেরই জুস বেরিয়ে আসবে মেশিন থেকে। আবার আনন্দের গানে পাবেন আনন্দের স্বাদ।

গান পছন্দ করার পর তার তরঙ্গ বিশ্লেষণ করবে কম্পিউটার। ওটা দুঃখের, নাকি সুখের, নাকি অন্য কোনো অনুভূতির- তা কম্পিউটারই বুঝে নেবে।  দেখা গেছে, আনন্দের গান মিষ্টি জুস বানায়। দুঃখের গানে বেরিয়ে আসে তেতো জুস। রোমান্টিক গানে জুসের স্বাদ মেলে এমন কিছু যা পান করলে দেহটা কেমন যেন ভালো লাগা অনুভূতির সৃষ্টি হয়। আর আবেগপূর্ণ গানে বেরিয়ে আসে হালকা লবণের স্বাদ।

সূত্র : দুবাই পোস্ট