মঙ্গলবার | ১৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী Logo পরিকল্পিতভাবে ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, অভিযোগ শিবির সমর্থিত বেরোবি শিক্ষার্থী পরিষদ প্যানেলের  Logo ব্রাকসু নির্বাচনের চতুর্থত বার পুনঃতফসিল ঘোষণা  Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম: পরিদর্শনে উপাচার্য ও উপ-উপাচার্য Logo গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি Logo যৌন নিপীড়নের দায়ে খুবি শিক্ষককে দুই বছরের অব্যাহিত  Logo বারিষাব ইউনিয়নের ১০৩/৭৭ আল-তৌফিকী সড়ক পাকা ও আধুনিকীকরণের জরুরি প্রয়োজন Logo মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক Logo রাকসুর উদ্যোগে সুপেয় পানির ফিল্টার স্থাপন Logo গণভোট উপলক্ষে পলাশবাড়ীতে গণসচেতনতায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলোচনা ও লিফলেট বিতরণ 

তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৪:৫১ অপরাহ্ণ, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬
  • ৮৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৫ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই দিন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও এ মামলায় আদালতে হাজির থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত এ আদেশ দেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য প্রদাশ দেষ হওয়ায় আদালত আগামী ৫ জানুয়ারি সব আসামিকে ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের জন্য তারিখ নির্ধারণ করেছেন। একই সাথে আদালত তারেক রহমানের আইনজীবী বোরহান উদ্দিনকে আগামী ৫ জানুয়ারি তারেক রহমানকে আদালতে উপস্থিত রাখার জন্য নির্দেশ দেন।

এছাড়া এ মামলায় আইনজীবীর মাধ্যমে আদালতে অনুপস্থিত থাকার অনুমতি বাতিল করে বেগম খালেদা জিয়াকেও ৫ জানুয়ারি হাজির হতে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারকে নির্দেশ দিয়েছেন বিশেষ জজ আদালত।

অপরদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা আদালতে হাজির হয়ে বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের ৫ জানুয়ারি তারিখ ধার্য রয়েছে। গত ২২ ডিসেম্বর একই আদালত এই দিন ধার্য করেন।

আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদকে আমি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামালের পক্ষে তার আইনজীবী সৈয়দ মিজানুর রহমান জেরা শেষ করেন। এর মাধ্যমে এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য প্রদান শেষ হয়।

হারুন-অর রশিদ মামলার বাদী ও তদন্ত কর্মকর্তাসহ এ মামলায় রাষ্ট্রপক্ষে ৩১ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ আসামি মোট ছয়জন। অন্য চারজন হলেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশে একটি বিদেশী ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়। ২০১৪ সালের ১৯ মার্চ দুই মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন ঢাকা তৃতীয় বিশেষ জজ আদালতের আগের বিচারক বাসুদেব রায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী

তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ!

আপডেট সময় : ১২:২৪:৫১ অপরাহ্ণ, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৫ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই দিন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও এ মামলায় আদালতে হাজির থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত এ আদেশ দেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য প্রদাশ দেষ হওয়ায় আদালত আগামী ৫ জানুয়ারি সব আসামিকে ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের জন্য তারিখ নির্ধারণ করেছেন। একই সাথে আদালত তারেক রহমানের আইনজীবী বোরহান উদ্দিনকে আগামী ৫ জানুয়ারি তারেক রহমানকে আদালতে উপস্থিত রাখার জন্য নির্দেশ দেন।

এছাড়া এ মামলায় আইনজীবীর মাধ্যমে আদালতে অনুপস্থিত থাকার অনুমতি বাতিল করে বেগম খালেদা জিয়াকেও ৫ জানুয়ারি হাজির হতে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারকে নির্দেশ দিয়েছেন বিশেষ জজ আদালত।

অপরদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা আদালতে হাজির হয়ে বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের ৫ জানুয়ারি তারিখ ধার্য রয়েছে। গত ২২ ডিসেম্বর একই আদালত এই দিন ধার্য করেন।

আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদকে আমি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামালের পক্ষে তার আইনজীবী সৈয়দ মিজানুর রহমান জেরা শেষ করেন। এর মাধ্যমে এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য প্রদান শেষ হয়।

হারুন-অর রশিদ মামলার বাদী ও তদন্ত কর্মকর্তাসহ এ মামলায় রাষ্ট্রপক্ষে ৩১ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ আসামি মোট ছয়জন। অন্য চারজন হলেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশে একটি বিদেশী ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়। ২০১৪ সালের ১৯ মার্চ দুই মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন ঢাকা তৃতীয় বিশেষ জজ আদালতের আগের বিচারক বাসুদেব রায়।