শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা Logo বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর আত্মপ্রকাশ: যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মিলনমেলা ও কমিটি গঠন Logo বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা Logo “কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত

তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৪:৫১ অপরাহ্ণ, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬
  • ৮২২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৫ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই দিন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও এ মামলায় আদালতে হাজির থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত এ আদেশ দেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য প্রদাশ দেষ হওয়ায় আদালত আগামী ৫ জানুয়ারি সব আসামিকে ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের জন্য তারিখ নির্ধারণ করেছেন। একই সাথে আদালত তারেক রহমানের আইনজীবী বোরহান উদ্দিনকে আগামী ৫ জানুয়ারি তারেক রহমানকে আদালতে উপস্থিত রাখার জন্য নির্দেশ দেন।

এছাড়া এ মামলায় আইনজীবীর মাধ্যমে আদালতে অনুপস্থিত থাকার অনুমতি বাতিল করে বেগম খালেদা জিয়াকেও ৫ জানুয়ারি হাজির হতে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারকে নির্দেশ দিয়েছেন বিশেষ জজ আদালত।

অপরদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা আদালতে হাজির হয়ে বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের ৫ জানুয়ারি তারিখ ধার্য রয়েছে। গত ২২ ডিসেম্বর একই আদালত এই দিন ধার্য করেন।

আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদকে আমি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামালের পক্ষে তার আইনজীবী সৈয়দ মিজানুর রহমান জেরা শেষ করেন। এর মাধ্যমে এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য প্রদান শেষ হয়।

হারুন-অর রশিদ মামলার বাদী ও তদন্ত কর্মকর্তাসহ এ মামলায় রাষ্ট্রপক্ষে ৩১ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ আসামি মোট ছয়জন। অন্য চারজন হলেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশে একটি বিদেশী ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়। ২০১৪ সালের ১৯ মার্চ দুই মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন ঢাকা তৃতীয় বিশেষ জজ আদালতের আগের বিচারক বাসুদেব রায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা

তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ!

আপডেট সময় : ১২:২৪:৫১ অপরাহ্ণ, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৫ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই দিন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও এ মামলায় আদালতে হাজির থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত এ আদেশ দেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য প্রদাশ দেষ হওয়ায় আদালত আগামী ৫ জানুয়ারি সব আসামিকে ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের জন্য তারিখ নির্ধারণ করেছেন। একই সাথে আদালত তারেক রহমানের আইনজীবী বোরহান উদ্দিনকে আগামী ৫ জানুয়ারি তারেক রহমানকে আদালতে উপস্থিত রাখার জন্য নির্দেশ দেন।

এছাড়া এ মামলায় আইনজীবীর মাধ্যমে আদালতে অনুপস্থিত থাকার অনুমতি বাতিল করে বেগম খালেদা জিয়াকেও ৫ জানুয়ারি হাজির হতে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারকে নির্দেশ দিয়েছেন বিশেষ জজ আদালত।

অপরদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা আদালতে হাজির হয়ে বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের ৫ জানুয়ারি তারিখ ধার্য রয়েছে। গত ২২ ডিসেম্বর একই আদালত এই দিন ধার্য করেন।

আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদকে আমি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামালের পক্ষে তার আইনজীবী সৈয়দ মিজানুর রহমান জেরা শেষ করেন। এর মাধ্যমে এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য প্রদান শেষ হয়।

হারুন-অর রশিদ মামলার বাদী ও তদন্ত কর্মকর্তাসহ এ মামলায় রাষ্ট্রপক্ষে ৩১ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ আসামি মোট ছয়জন। অন্য চারজন হলেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশে একটি বিদেশী ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়। ২০১৪ সালের ১৯ মার্চ দুই মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন ঢাকা তৃতীয় বিশেষ জজ আদালতের আগের বিচারক বাসুদেব রায়।