লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরে বর্নাঢ্য আয়োজনে পালিত হয়েছে স্বেচ্ছাসেবকলীগের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার রাতে শহরের মহিলা কলেজ সংলগ্ন আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও রাত ১২ টা এক মিনিটে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন, জেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলাল হোসেন বেলালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মতলবসহ, স্বেচ্ছাসেবকলীগের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় একে অন্যকে কেক খাওয়ায়ে আনন্দভোগ করেন নেতারা।

























































