মেহেরপুর প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা জন্য বৃক্ষরোপন অভিযান শুরু করেছে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। “ লাগাও গাছ বাচাও দেশ, শেখ হাসিনার নিদের্শ” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজের চারপাশে বৃক্ষ রোপন অভিযান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত ই খোদা রুবেল । প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাধারন সম্পাদক জুয়েল রানা প্রমূখ।
এসময় সেখানে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সারফরাজ হোসেন মৃদূল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, জুনায়েদ ইমতিয়াজ জুলফিক্কার, সাংগঠনিক সম্পাদক জাব্বার আলী, দপ্তর সম্পাদক সাজিদুর রহমান সেতু, সদর ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজন আলী মালিথা, মুজিবনগর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ সাদি ও সাধারন সম্পাদক তুয়ার ইমরান, কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম লিখন, যুগ্ম সম্পাদক ফয়সাল খান, ছাত্রলীগ নেতা শোভন, মিরাজ, চান আলী, সামিউল, ছাত্রলীগ নেত্রী সোনিয়া, সুমাইয়া, লাবনী, রুকমি, তন্নি, পলি, রুবিনাসহ সহ কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
এবারে ২ হাজারেরও বেশী বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করবে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা