মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে সরকারি কলেজে একাডেমিক কাম এক্সামিনিশন হল ও প্রশাসনিক কাম কম্পিউটার ল্যাব নামে দুটি ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে দুটি ভবনের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ শফিউল ইসলাম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, কুষ্টিয়ার শিক্ষা প্রকৌশলী কর্মকর্তা মাহাবুবুর রহমান,জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাধারন সম্পাদক জুয়েল রানা প্রমূখ।
সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল-আমিন ধুমকেতুর সঞ্চালনায় কলেজের সার্বিক সুবিধা-অসুবিধা নিয়ে সভায় বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক ফুয়াদ আলী, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেল, সাধারন সম্পাদক মাসুদ রানা।
এসময় সেখানে সহকারি প্রকৌশলী সুব্রত কুমার পাল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সারফরাজ হোসেন মৃদূল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, জুনায়েদ ইমতিয়াজ জুলফিক্কার, সাংগঠনিক সম্পাদক জাব্বার আলী, দপ্তর সম্পাদক সাজিদুর রহমান সেতু, সদর ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজন আলী মালিথা, মুজিবনগর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ সাদি ও সাধারন সম্পাদক তুয়ার ইমরান,কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম লিখন, যুগ্ম সম্পাদক ফয়সাল খান, ছাত্রলীগ নেতা শোভন, মিরাজ, চান আলী, সামিউলসহ কলেজের শিক্ষক, ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
এর আগে ছাত্রলীগ নেত্রী সোনিয়া, সুমাইয়া, লাবনী, রুকমি, তন্নি, পলি, রুবিনা অতিথিদের ফুলের তোড়া ও ফুল ছিটিয়ে বরণ করে নেয়।
উল্লেখ্য, ৬০টি কম্পিউটার রাখার ব্যবস্থাসহ ল্যাব, স্মার্ট ক্লাসরুমসহ প্রশাসনিক কাজের জন্য ২ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ‘প্রশাসনিক কাম কম্পিউটার ল্যাব এবং ৫০০ শিক্ষার্থী ধারন ক্ষমতা ৬টি পরিক্ষার কক্ষ ৩ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ‘একাডেমীক কাম এক্সামিনেশন হল’ দুটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবন দুটি নির্মাণ করে।
বুধবার
২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ