বিপ্লব নাথ (চট্টগ্রাম) : কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য, চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান, হাজী মোহাম্মদ ইসহাক মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ৃ রাজেউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
আজ সোমবার (২৪ জুলাই) বেলা ১১টা ১০ মিনিটে চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগস্থ ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন বলে তাঁর পারিবারিক সুত্র নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৭ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
বর্ষিয়ান এ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঝে শোকের ছায়া নেসে এসেছে।
আগামীকাল মরহুমের মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
কিংবদন্তি এই নেতার মৃত্যুতে গভীর শোক করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন
তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান। এছাড়াও চট্টগ্রাম সকল সংসদ সদস্য, রাজনৈতিক ব্যক্তি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।
বুধবার
২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ