এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- মাছ চাষে বাংলাদেশ ৪র্থ স্থান অধিকার করেছে এ কথা উল্লেখ করে জাতীয় সংস সদস্য মনোরঞ্জন শীল গোপার বলেছেন, সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে গবেষণা উৎসাহিত করায় দেশে বিভিন্ন জাতের মাছের চাষ ও উৎপাদন বাড়ছে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ১৯ জুলাই বুধবার সকালে ‘‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭’’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সামান্য কিছু অর্থের জন্য পুকুর লিজ না দিয়ে প্রকৃত মাছ চাষীকে মাছ চাষে সম্পৃক্ত করতে হবে। তাহলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন সভাপতিত্বে ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের গোধুলী বৃদ্ধাশ্রম পুকুরে মাছের পোনা অবমুক্ত কালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা।

























































