প্রতিনিধি ঝিনাইদহঃ ঝিনাইদহের পাবলিক লাইব্রেরীর মোড় থেকে সদর উপজেলা পরিষদ অফিসে যাওয়ার রাস্তাটির এখন বেহাল দশা। একটু বৃষ্টি হলেই আর চলাচলের উপযোগী থাকে না। ঝিনাইদহ সদরের ১৭ টি ইউনিয়নের সাধারন মানুষের বিভিন্ন কাজে যেতে হয় এই রাস্তা দিয়ে উপজেলা পরিষদে। তাছাড়া কাঞ্চন নগর স্কুল এন্ড কলেজ ও ফরজ আলী কলেজের শিক্ষার্থীদের এই রাস্তা দিয়ে যেতে হয়। কিন্তু রাস্তাটির দশা দেখে মনে হচ্ছে সড়কটি বেওয়ারিশ। প্রশ্ন উঠেছে কে এই রাস্তা মালিক ? উপজেলা প্রশাসন না ঝিনাইদহ পৌরসভা ? এই রাস্তা দিয়ে চলতে মানুষের ভোগান্তির শেষ নেই। কাদা পানিতে জামা কাপড় নষ্ট করে বাড়ি ফিরতে হচ্ছে। ভুক্তভোগীরা দ্রুত রাস্তাটি মেরামতের দাবী জানিয়েছেন।

























































